ভাইরাল ভিডিও : স্বাধীনতা দিবসে অরুনাচলের এই ছেলেটির ভিডিও কেন শেয়ার করেন আনন্দ মাহিন্দ্রা!

বাংলা হান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : ভারতের বিজনেস টাইকুন আনন্দ মহিন্দ্রা তার টুইটার একাউন্টে মাঝে মাঝেই ব্যাতিক্রমী ভিডিও (video) ভাগ করে নেন নেট জনতার সাথে। স্বাধীনতা দিবসের দিন এমনই আরো একটি ভিডিও শেয়ার করলেন তিনি। আধো বোলে জাতীয় সংগীত গাইছে এক শিশু। এই ভিডিও ভাগ করে নিতেই রীতিমতো সাড়া পরে গিয়েছে নেট পাড়ায়। আসুন জেনে নি, কেন এমন ভিডিও শেয়ার করলেন তিনি।

PicsArt 08 16 03.43.01
ছবি সৌজন্যে : টুইটার

১ মিনিট ২৯ সেকেন্ডের এই ভিডিওটি অরুনাচলের এক প্রত্যন্ত গ্রামের। ভিডিওতে দেখা যায়, হলুদ টি-শার্ট পরিহিত এক শিশুকে চোখ বুজে জাতীয় সংগীত গাইতে৷ অস্পষ্ট উচ্চারণ, মাঝে মাঝেই সে ভুলে গিয়েছে বিভিন্ন অংশও। কিন্তু তার দেশের প্রতি ভালোবাসা ও জোশ দেখলে অবাক হতেই হয়।

ভিডিওটি পোস্ট করে আনন্দ মহিন্দ্রা ক্যাপশনে লিখেছেন, আমি এটা এক বছর বা তার আগে এটি প্রথম দেখি। প্রতিবছর স্বাধীনতা দিবসের আগে আমি এই ভিডিওটি দেখে দেশের নিজের প্রেমকে উদ্বুদ্ধ করি। এটি আমার কাছে সেরা জাতীয় সংগীত পরিবেশনা, যার প্যাশনের কাছে দক্ষ সংগীতজ্ঞদের পরিবেশিত জাতীয় সংগীত হার মেনে যায়। এর নির্দোষিতা ও মনযোগ প্রতিবার আমার ভালোলাগে।

প্রসঙ্গত, আগের বছরও তিনি এই একই ভিডিও পোস্ট করেছিলেন স্বাধীনতা দিবসে৷ পুরোনো ভিডিও পোস্ট করলেও তা নতুন করে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়৷ ছোট্ট এক রত্তির স্বদেশপ্রেম নেটদুনিয়াকে এই মুহুর্তে মোহিত করে রেখেছে। দেখে নিন জোশ জাগানো সেই ভিডিও

সম্পর্কিত খবর