গোটা পাকিস্তান দল মোট যত বেতন পায়, সেই সমপরিমাণ বেতন একাই পান বিরাট কোহলি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড একুশ জন পাক ক্রিকেটারের সাথে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের চুক্তিবদ্ধ সমস্ত ক্রিকেটারদের বেতন A, B, C তিনটি ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে। সেই তালিকা প্রকাশ্যে আসার পর দেখা যাচ্ছে তিনটি ক্যাটাগরি মিলিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড মোট 157 মিলিয়ন পাকিস্তানি টাকা অর্থাৎ প্রায় 990,000 মার্কিন ডলার বরাদ্দ করেছে। তারপরেই একটা চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দেখা যাচ্ছে গোটা পাকিস্তান দল যে পরিমাণ টাকা বেতন হিসাবে পায়, ভারত অধিনায়ক বিরাট কোহলি সেই টাকা একাই বিসিসিআই এর কাছে বাৎসরিক বেতন হিসাবে পান।

পাকিস্তানি ক্রিকেটারদের বাৎসরিক বেতন:-
ক্যাটাগরি A:- 13.2 মিলিয়ন PKR অর্থাৎ 81,576 মার্কিন ডলার।
ক্যাটাগরি B:- 9 মিলিয়ন PKR অর্থাৎ 55,627 মার্কিন ডলার।
ক্যাটাগরি C:- 6.6 মিলিয়ন PKR অর্থাৎ 40,793 মার্কিন ডলার।

848921678a72d825f0335d20e01639783f3e1f78e335092d0f8cdfba2977cc0be6437199

ভারতীয় ক্রিকেটারদের সাথে বিসিসিআই চারটি ক্যাটাগরিতে চুক্তি করেছে। সেই ক্যাটাগরি গুলি হলো A+, A, B, C । চুক্তি অনুযায়ী A+ ক্যাটাগরির অন্তর্ভুক্ত ভারত অধিনায়ক বিরাট কোহলি। তথ্য অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ড চুক্তিবদ্ধ সমস্ত ক্রিকেটারদের বেতন মিলিয়ে মোট 157 PKR বরাদ্দ করেছে। ভারত অধিনায়ক বিরাট কোহলি বিসিসিআইয়ের কাছে এই সমপরিমাণ অর্থ একাই বাৎসরিক বেতন হিসাবে পেয়ে থাকেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর