৫১৮! বিরাট কোহলির T-20 বিশ্বকাপের এই পরিসংখ্যান আপনার মাথা ঘুরিয়ে দিতে বাধ্য

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি মাঝে দীর্ঘসময় ছন্দে ছিলেন না। কিন্তু গত এশিয়া কাপ থেকে যেন আবার সেই পুরনো কোহলিকে ধীরে ধীরে নিজের ছন্দে ফিরে আসতে দেখলেন বিশ্ববাসী। আর আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে যে খেলাটা বিরাট খেললেন তারপর আর কোন সন্দেহ থাকতে পারে না এই নিয়ে যে বিরাট কোহলি নিজের জীবনের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন সেই ক্ষমতাটা আবার তার ঝুলিতে প্রত্যাবর্তন করেছে।

বিরাট কোহলি বরাবরই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে রান তাড়া করতে স্বাচ্ছন্দ‍্য বোধ করেন। কিন্তু মাঝে তার এই গুণটিই হারিয়ে গিয়েছিল। কিন্তু আজ পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে একসময় পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে বেরিয়ে চলে গিয়েছে মনে হতে থাকা অবস্থা থেকে হার্দিককে সঙ্গে নিয়ে জিতিয়ে দেন কোহলি।

পরিসংখ্যান বলছে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির উপস্থিতিতে ভারতীয় দল নয় বার রান তাড়া করে জিতেছে। এই ৯ ম্যাচে কোহলির গড় ৫১৮, যা একপ্রকার অবিশ্বাস্য। এই ৯ ম্যাচে কোহলি বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন রকমের পিচে ব্যাটিং করেও ১৪০-এর স্ট্রাইক রেট বজায় রেখেছেন। আর কোনও ক্রিকেটারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়া করে জেতানোর ক্ষেত্রে এমন মারাত্মক এভারেজ দেখা যায় না।

কিন্তু রান তাড়া করে ম্যাচ জেতানোর ক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি সেরা ইনিংস কোনটি। এই প্রশ্নের সঠিক কোনও জবাব হয় না। অনেকেই হয়তো বলবেন যে আজকের ইনিংসটি কোহলির জীবনের সেরা ইনিংস। আবার অনেকে ২০১৪ সালের বাংলাদেশের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ডেল স্টেইনদের দক্ষিণ বিরুদ্ধে আফ্রিকার বিরুদ্ধে খেলা ৭৭ রানের অপরাজিত ইনিংসটিকে এগিয়ে রাখবেন।

অনেকেই আবার বলতে পারেন আজকের ম্যাচে বা সেদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলি উল্টো দিক থেকেও কিছু সমর্থন পেয়েছিলেন। কিন্তু ২০১৬ সালে অস্ট্রেলিয়া বিরুদ্ধে মোহালিতে ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোহলি কার্যত একক দক্ষতায় ৮২ রানের যে অপরাজিত ইনিংসটি খেলে ভারতকে জিতিয়েছিলেন সেই ইনিংসটিকে কি পিছিয়ে রাখা যায়? আবার অনেকে ওই বছরই পাকিস্তানের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রতিকূল পরিস্থিতিতে করা অপরাজিত ৫৫ রানের ইনিংসটিকে এগিয়ে রাখতে চাইবেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর