নিজের কেরিয়ারে যা করতে পারেননি সচিন, শততম টেস্ট ম্যাচে সেই কাজটা করবেন বিরাট কোহলি?

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ভারতীয় দলের চোখ থাকবে টেস্ট সিরিজ জয়ের দিকে। মোহালিতে অনুষ্ঠিত হতে চলা প্রথম টেস্ট ম্যাচ থেকে শুরু হবে ভারতীয় টেস্ট ক্রিকেটের এক নতুন যুগ। ৩ বছর আগেও যে রোহিত শর্মা ভারতীয় দলে স্থায়ী ছিলেন না, প্রথমবারের মতো সেই রোহিত শর্মাকেই টেস্ট ম্যাচে নিয়মিত অধিনায়ক হিসেবে দেখা যাবে। মোহালিতে টেস্ট ম্যাচটি হবে বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ। এই ম্যাচে বিরাট কোহলি নিজের নামে একটা বড় রেকর্ডও গড়তে পারেন। এমনকি সচিন টেন্ডুলকারও এই রেকর্ড নিজের নামে করতে পারেননি।

একবার দলে প্রতিষ্ঠিত হয়ে গেলে প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে তার দেশের হয়ে ১০০টি টেস্ট ম্যাচ খেলার। মোহালিতে অনুষ্ঠিত হতে যাওয়া শততম টেস্ট ম্যাচে শতরান করে এই সেই দিনটিকে আরো বিশেষ করে তুলতে পারলে সবচেয়ে বেশি খুশি হবেন সেই বিরাট কোহলিই। তার আগে ১১ জন ভারতীয় ক্রিকেটার ১০০ টেস্ট ম্যাচ খেলেছেন।

virat kohli

বিরাট যদি এই ম্যাচে শতরান করেন, তাহলে তিনি শততম টেস্টে শতরান করা প্রথম ভারতীয় ক্রিকেটার হয়ে উঠবেন। এর আগে ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকারের মতো তারকারা এই মাইফলকে পৌছেছেন ভারতের হয়ে। কিন্তু তারা কেউই এই কৃতিত্ব অর্জন করতে পারেননি।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র ৯ জন খেলোয়াড় নিজের শততম টেস্টে সেঞ্চুরি করেছেন। প্রথমবারের মতো, ইংল্যান্ডের কলিন কাউড্রে ১৯৬৮ সালে এই কীর্তি গড়েছিলেন। তারা ছাড়াও এই কীর্তি করেছেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ, ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট, পাকিস্তানের ইনজামাম-উল-হক, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ও হাশিম আমলা এবং ইংল্যান্ডের জো রুট। এরমধ্যে অজি কিংবদন্তি রিকি পন্টিংই একমাত্র খেলোয়াড় যিনি সেই টেস্টের উভয় ইনিংসেই সেঞ্চুরি করেছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর