অপেক্ষার অবসান, প্রায় দু দিন পরে বাবর আজমের টুইটের জবাব দিলেন কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সময়টা একেবারেই ভাল যাচ্ছেনা প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। ২০১৯ সালের নভেম্বর মাসের পর থেকে নেই কোনো আন্তর্জাতিক শতরানে। শতরান না পেলেও একটা সময় অবধি ব্যাট হাতে ভালোই পারফরম্যান্স ছিল তার। কিন্তু সাম্প্রতিক কালে যেন ভালো ক্রিকেট খেলতেই ভুলে গিয়েছেন বিরাট। ক্রিজে এসে থিতু হওয়ার আগেই উল্টোপাল্টা শট খেলে আউট হচ্ছেন। নিজের পুরনো ভুলগুলোকে শুধরে নিচ্ছেন না। তাকে নিয়ে খুবই চিন্তায় রয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

<span;>ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভালো শুরু করেও অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছিলেন বিরাট। এরপর টুইটারে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে একটি মন্তব্য করেন বর্তমান অধিনায়ক বাবর আজম। মুহুর্তের মধ্যেই তার ওই মন্তব্যটি ভাইরাল হয়েছে। সেই টুইটে বাবর আজম, বিরাট কোহলির সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে তার পাশে দাঁড়িয়েছেন লেখক বলেছেন “এই খারাপ সময় কেটে যাবে। ভরসা রাখুন।” এরপরই বাবর আজম কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার সমস্ত অনুরাগীরা।

<span;>কিন্তু বাবর আজমের এই মন ছুঁয়ে যাওয়া টুইটের কোনো প্রতিক্রিয়া দেয়নি বিরাট কোহলি। জানিয়ে ক্ষুব্ধ হয়েছেন প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তিনি বলেছেন, “ক্রিকেট হোক বা অন্যান্য ক্রীড়া এই ধরনের ঘটনা সবসময়ই সম্পর্ক দৃঢ় করে তুলতে সাহায্য করে বাবর খুব সুন্দর একটা বার্তা দিয়েছে বিরাট কে আমি জানিনা বিরাট এই বার্তার জবাব দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে খুবই ভালো। এতক্ষণে তার একটা ধন্যবাদ তো দেওয়াই উচিত ছিল কিন্তু আমার মনে হয় না সেটা হবে।”

1657978073254

কিন্তু প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডারের আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে দেখালেন বিরাট কোহলি। বাবর আজমের টুইটের প্রায় ৪০ ঘণ্টা পরে তার জবাব দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।এক কোহলি বাবরের টুইটার জবাবে বলেছেন, “ধন্যবাদ এভাবেই উজ্জ্বলভাবে আরো উন্নতি করতে থাকুন। আপনাকে শুভকামনা জানাই।” প্রসঙ্গত শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে ভবনের সামনে এই প্রশ্ন তোলা হলে তিনি বলেছিলেন যে বিরাট একজন দুর্দান্ত ক্রিকেটার এবং বর্তমানে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও ও ঠিক একসময় এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। তাল ম্যানচেস্টারে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে সিরিজ নির্ধারণকারী ওয়ানডেতে সেই ভবিষ্যৎবাণী কে সফল করতে পারেন কিনা বিরাট সেটাই দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর