রেকর্ডের বর্ষণ! প্রথম ব্যাটার হিসেবে বিশ্ব ক্রিকেটে দুটি অভিনব কীর্তি গড়লেন বিরাট কোহলি!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) নিজের ওডিআই কেরিয়ারের দ্বিতীয় বৃহত্তম শতরানটি করেছেন। কাল নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ৭৪ তম এবং ওডিআই কেরিয়ারের ৪৬ তম সেঞ্চুরি পেয়েছেন কোহলি। কালকের ম্যাচেই ভেঙেছেন একাধিক রেকর্ড। টপকে গিয়েছেন সচিন টেন্ডুলকারের (Sachin Tendulkar) ঘরের মাটিতে করা সর্বাধিক শতরানের রেকর্ড। প্রবেশ করেছেন ওডিআই ক্রিকেটের সর্বাধিক রান করা ৫ ক্রিকেটারের তালিকায়।

কিন্তু সেটাই শেষ নয়। বিরাট কোহলি আরও দুটি এমন রেকর্ড করেছেন যা আগে কোনও ক্রিকেটার করে দেখাতে পারেননি। মাঝের দু তিন বছর তিনি ছন্দে ছিলেন না। তাই অনেকেই ভেবে নিয়েছিলেন যে কোহলি যুগের সমাপ্তি ঘটে গিয়েছে। কিন্তু তাদের প্রত্যেককে ভুল প্রমাণ করে দিয়েছেন বিরাট কোহলি।

আজ অবধি বিশ্ব ক্রিকেটে ওডিআই ফরম্যাটে যাদের নামের পাশে সবচেয়ে বেশি ১৫০-এর বেশি স্কোর করার গৌরব রয়েছে, তারা প্রত্যেকেই ওপেনার। রোহিত শর্মা (৮), ডেভিড ওয়ার্নার (৬), ক্রিস গেইল (৫) প্রত্যেকেই যতগুলি ১৫০-র বেশি স্কোর করেছেন ওডিআইতে, প্রত্যেকটিই ওপেন করে করা। বিরাট কোহলি গতকাল আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম নন-ওপেনার হিসাবে ৫টি ১৫০ বা তার বেশি রান করার রেকর্ড গড়েছেন।

kohli shot

বিরাট কোহলির ৫টি ১৫০ বা তার বেশি ওডিআই স্কোর:

● ১৮৩ বনাম পাকিস্তান (২০১২)
● ১৫৪* বনাম নিউজিল্যান্ড (২০১৬)
● ১৬০ বনাম দক্ষিণ আফ্রিকা (২০১৮)
● ১৫৭* বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০১৮)
● ১৬৬* বনাম শ্রীলঙ্কা (২০২৩)

এছাড়া গতকাল বিরাট কোহলি আরও একটি রেকর্ড করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের সবকটি ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশিবার শতরান করে অপরাজিত থাকার রেকর্ড করেছেন বিরাট। এতদিন এই রেকর্ডটি সচিন টেন্ডুলকারের সাথে ভাগ করে নিয়েছিলেন তিনি। কিন্তু কালকের পর থেকে এই রেকর্ডটি এককভাবে তার নামে হয়ে গেছে।

সবচেয়ে বেশি অপরাজিত আন্তর্জাতিক শতরানকারী ব্যাটারদের তালিকা:

● বিরাট কোহলি (১৬)
● সচিন টেন্ডুলকার (১৫)
● এবি ডিভিলিয়ার্স (১২)

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর