খেলার মাঠে এমন এক কাজ করলেন বিরাট কোহলি, ভাইরাল ভিডিও জয় করে নিল সবার মন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অধিনায়ক বদলে গেলেও চরিত্র বদলালো না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। গত দুইবারের মতো এবারেও আইপিএলে লিগপর্বের শেষে টপ ফোরে থেকেও ফাইনালে পৌঁছতে ব্যর্থ বিরাট কোহলিরা। গুরুত্বপূর্ণ ম্যাচে ফের একবার হতাশ করলেন বিরাট কোহলি। কিন্তু ম্যাচ হারলেও বিরাট কোহলির একটি ব্যবহার মন জয় করেছে ক্রিকেট প্রেমীদের।

কাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলি ৮ বলে ৭ রান করে অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হন। তার আগে যখন ট্রেন্ট বোল্ট ইনিংসের প্রথম ওভার করছিলেন তখন বিরাট ওই ওভারের দ্বিতীয় বলে একটি সিঙ্গেল নেন। বলটি ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ থেকে জস বাটলার নন-স্ট্রাইকার প্রান্তে ছুড়ে দেন। কিন্তু বাটলারের থ্রো কোহলির পায়ে লেগে বল লং অনের দিকে গড়িয়ে যায়, কিন্তু বিরাটের কাছে আর একটি রান চুরি করার সুযোগ থাকলেও বিরাট খেলোয়াড়ি উদারতা দেখিয়ে ওই রান নিতে অস্বীকার করেন যার জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন ভক্তরা।

আইপিএলে চলতি মরশুমটা বিরাট কোহলির একেবারেই ভালো কাটেনি। এই মরসুমে বিরাট কোহলিকে ক্রমাগত নিজের ফর্ম নিয়ে স্ট্রাগল করতে দেখা গেছে। আইপিএল ২০২২-এ ১৬ ম্যাচে ২৩-এর কাছাকাছি গড়ে ৩৪১ রান করেছেন বিরাট। অর্ধশতরানের গন্ডি পেরিয়েছেন মাত্র দুই বার এবং তার স্ট্রাইক রেট ছিল মাত্র ১১৫.৯৯, যা একেবারেই বিরাট সুলভ নয়।

কাল দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথমে ব্যাট করে আরসিবি ১৫৭ রানের বেশি তুলতে পারেনি। রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিজেদের মনোভাব পরিষ্কার করে দেন রাজস্থান রয়্যালসের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং জস বাটলার। প্রথম ওভার থেকেই তারা কড়া আক্রমণের রাস্তা বেছে নেন। যশস্বী ১৩ বলে ২১ রানের ইনিংস খেলে আউট হলেও বাটলার নিজের স্বাভাবিক খেলা খেলতে থাকেন। প্রথম দশ ওভারের মধ্যেই পরিষ্কার হয়ে যায় ম্যাচের ভবিষ্যৎ। অসাধারণ ব্যাটিং করেন বাটলার। পেস হোক বা স্পিন, দুইয়ের বিরুদ্ধেই সমানভাবে সাবলীল ছিলেন তিনি। মরশুমের চতুর্থ শতরান করেন তিনি। ৬০ বলে ৬টি ছক্কা ও ১০টি চার সহ ১০৬ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। ১১ বল বাকি থাকতেই শেষ হয়ে যায় ম্যাচ।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর