আমি শ্রেষ্ঠ নই! ভক্তদের হতাশ করে বিরাট কোহলি জানালেন এই প্রজন্মের সেরা ক্রিকেটারের নাম

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) টসে জিতে ফিল্ডিং করছে ভারতীয় দল (Team India)। তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেললেও দ্বিতীয় সেশনে ৯৭ রান তুলে কিছুটা চাপে ফেলতে পেরেছিল ভারত। সব মিলিয়ে বলা যায় হাড্ডাহাড্ডি লড়াই করছে দুই পক্ষই। এরই মধ্যে বিরাট কোহলির (Virat Kohli) একটি মন্তব্য সামনে এসেছে যা শুনে তার ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়েছে।

দ্বিতীয় ও তৃতীয় সেশনের মাঝে সম্প্রচারকারী চ্যানেল বিরাট কোহলির সাক্ষাৎকারের একটি ভিডিও প্রকাশ করেছিল যেখানে তাকে বলতে দেখা গেছে যে তিনি মনে করেন না যে তিনি এই মুহূর্তে বিশ্বের সেরা টেস্ট ক্রিকেটার। স্বাভাবিকভাবেই এই কথাটা শুনে তার ভক্তদের মধ্যে প্রশ্ন উঠবেই যে বিরাট কোহলি যদি সেরা টেস্ট ক্রিকেটার না হন তাহলে সেই জায়গাটা তিনি কাকে দিচ্ছেন!

ওই সাক্ষাৎকারেই বিরাট কোহলি অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথকে এই প্রজন্মের সেরা টেস্ট ক্রিকেটার বলে মন্তব্য করেছেন। বিরাট কোহলি কেন এমনটা মনে করেন সেই বিষয়েও মন্তব্য করেছেন তিনি। তিনি যে কারণটা দেখিয়েছেন সেটা নিয়ে হয়তো তার ভক্তরা তার সঙ্গে একমত হতে বাধ্য হবেন।

kohli steve

বিরাট কোহলি জানিয়েছেন যে স্টিভ স্মিথ যে কোনও পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন। তিনি পেসের বিরুদ্ধেও সাবলীল এবং স্পিনের বিরুদ্ধেও স্বাচ্ছন্দ‍্যবোধ করেন। তার ব্যাটিংশৈলী অনন্য বলে বিরাট কোহলি মন্তব্য করেছেন কিন্তু সেইভাবে ক্রিকেট খেলেও টেস্ট ক্রিকেটে তার গড় ৬০ ছুঁই ছুঁই।

স্মিথ বরাবরই ভারতের বিরুদ্ধে জ্বলে ওঠেন। যদিও শেষ ভারত সফরে তিনি প্রথমবারের জন্য ভারতের বিরুদ্ধে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। বিরাট কোহলি তাঁর প্রশংসা করলেও মনে মনে আশা করবেন যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেন তিনি নিজের স্বমহিমায় না ফেরেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর