আজ আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বছর পূর্ণ করল বিরাট কোহলি; শুভেচ্ছায় ভাসালো BCCI

বাংলাহান্ট ডেস্কঃ আজ থেকে ঠিক বারো বছর আগে আজকের দিনেই ভারতীয় ক্রিকেটের শুরু হয়েছিল বিরাট পর্ব। শুরুটা খুব একটা ভালো না হলেও যত দিন গড়িয়েছে ততই নিজের জাত চিনিয়েছেন বিরাট কোহলি। আর আজ তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

বিরাট কোহলির 12 বছরের আন্তর্জাতিক কেরিয়ার পূর্ণ হওয়ায় ভারত অধিনায়ককে অভিনন্দন জানিয়েছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে টুইট করে বলা হয়েছে, “2008 সালে আজকের দিনেই প্রথমবার ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মাঠে নেমেছিল তরুণ বিরাট কোহলি। তার পরের ঘটনা ইতিহাস।”

শ্রীলংকার বিরুদ্ধে ডাম্বুলায় অভিষেক ঘটেছিল বিরাট কোহলির। কিন্তু অভিষেক ম্যাচে সেই ভাবে নিজের প্রতিভার তার প্রতি সুবিচার করতে পারেননি কোহলি। 33 মিনিট ক্রিজে থেকে 22 বলে মাত্র 12 রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল বিরাট কোহলিকে।

IMG 20200818 145957

প্রথম ম্যাচে মাত্র 12 রান করে প্যাভিলিয়নে ফিরলেও তার চোদ্দ ম্যাচ পর সেই শ্রীলংকার বিরুদ্ধেই বিরাট কোহলির প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি এসেছিল। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি, এখন বিরাট কোহলি ভারত অধিনায়ক। বিরাট কোহলি ব্যাট থেকে এসেছে 70 টি সেঞ্চুরি। এছাড়াও এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান তিনি। আর তাই ভারত অধিনায়ক বিরাট কোহলির আন্তর্জাতিক কেরিয়ারের 12 বছরের পূর্তিতে তাকে শুভেচ্ছা জানালো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর