রহস্যজনক ভাবে মৃত্যু ঘটলো বিরাটের ছোট বেলার কোচের, শোকে কাতর কোহলি

বাংলা হান্ট ডেস্কঃ আজ আমরা যে বিরাট কোহলিকে দেখছি যে বিরাট কোহলির ব্যাটিং দেখে মুগ্ধ হচ্ছে বিশ্ব ক্রিকেট সেই বিরাট কোহলিকে ছোটবেলায় যিনি তৈরি করেছিলেন যিনি বিরাট কোহলির মধ্যে একজন বড় ক্রিকেটার হওয়ার রসদ যুগিয়েছিলেন সেই মানুষটি অর্থাৎ বিরাট কোহলির ছোটবেলার সেই কোচ সুরেশ চলে গেলেন অকালে। মাত্র 53 বছর বয়সেই প্রয়াত হলেন কোহলির ছোটবেলার কোচ সুরেশ।

বিরাট কোহলির ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল ওয়েস্ট দিল্লির এক ক্রিকেট একাডেমিতে সেখানে রাজ কুমার শর্মার তত্ত্বাবধানে বিরাট কোহলি খেলতেন। আর এই রাজকুমার শর্মার সহকারী হিসেবে কাজ করতেন সুরেশ। বিরাট কোহলির উত্থানের পেছনে রাজকুমারের অবদানের কথা বললেও, কখনও অস্বীকার করা যায় না সুরেশের কথা। ছোট থেকেই কোহলির মধ্যে ভয়ডরহীন ক্রিকেট খেলার মানসিকতা তৈরি করে দিয়েছিলেন এই সুরেশ। কোহলিকে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন তিনি।

n282079532f4d946d2d2a5d4a756d2a0424e108b3767f50822e8df52dc4e7463ebacb700a7

কোহলি ছাড়াও দিল্লির প্রাক্তন এবং বর্তমান অনেক ক্রিকেটারকেই কোচিং করিয়েছেন সুরেশ। তাদেরকে বড় ক্রিকেটার তৈরি করেছেন তিনি। বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই পূজার্চনা করছিলেন সুরেশ। তখনই হঠাৎ তিনি মাটিতে পড়ে যান, তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সুরেশ এর মৃত্যুতে রাজকুমার বলেছেন, ” ছোট ভাইকে হারালাম। 1985 সালে থেকে ওকে চিনি। যেখানেই থাকুক, ভালো থাকুক।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর