৮০,০০০ টাকা মূল্যের চুলের ছাঁট নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে আর মাত্র এক মাস। তার আগে সব দলেরই প্রস্তুতি তুঙ্গে। সব দলই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে চাইছেন। সেই উদ্দেশ্যে পাকিস্তানের মাটিতে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড। একই কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সঙ্গে আসন্ন এই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়া মাত্রই দক্ষিণ আফ্রিকা ও ভারত সফরে আসবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে।

কাল থেকে মোহালিতে রোহিত শর্মারা মাঠে নামবেন অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে। এই সিরিজে কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু তাই বলে তাদেরকে একেবারে হালকা ভাবে নিতে নারাজ ভারতীয় দল। ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে তারপর মনোবল সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়া উড়ে যেতে চাইছে রোহিত শর্মারা। আর এই ব্যাপারে এখন ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা হচ্ছেন বিরাট কোহলি।

বিরাট কোহলির অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ডও দুর্দান্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি ৬০-এর কাছাকাছি এভারেজ রেখে ৭১৮ রান করেছেন। অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে ১৪৭-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেন প্রাক্তন ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭টি টি-টোয়েন্টি হাফ-সেঞ্চুরি করেছেন বিরাট। কাজেই তাকে নিয়ে অস্ট্রেলিয়ার চিন্তা হওয়াটা স্বাভাবিক।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে নতুন চুলের ছাঁট দিয়েছেন বিরাট কোহলি। হেয়ার স্টাইলিস্ট রশিদ সলমানি সম্প্রতি বিরাট কোহলির এই নতুন চুলের ছাঁটের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন ‘অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুত বিরাট।’ এমনিতেই ছাঁটে নতুনত্ব কিছু নেই তবে খবর পাওয়া গিয়েছে এর জন্য ৮০,০০০ টাকা খরচ করেছেন বিরাট কোহলি। খবর শুনে চোখ কপালে উঠে ছে অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীরই। তবে চুলের ছাঁট যেমনই হোক না কেন বিরাট কোহলি মাঠের মধ্যে নিজের পরিচিত ছন্দে পারফরম্যান্স করতে পারলে নিশ্চিন্ত থাকবেন সকলে।

আগামীকাল থেকে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে বিরাট কোহলিই আবার যেন ভারতের হাতের মূল অস্ত্র। এই বিষয়ে খুব ভালোভাবেই ওয়াকিবহাল অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি একটি সাক্ষাৎকারে কোহলির প্রসঙ্গে বলেছেন, “কোহলিকে সিরিয়াসলি না নেওয়া খুবই হঠকারিতার পরিচয় হবে। ও ১৫ বছর ধরে নিজের যোগ্যতা প্রমাণ করে আসছে এবং এখন সর্বকালের সেরাদের তালিকায় ঢুকে গিয়েছে। ও একজন অসাধারণ ক্রিকেটার এবং ৭১ টি শতরানের মালিক, একপ্রকার অবিশ্বাস্য ব্যাপার।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর