‘রোহিত বরাবরই সব ভুলে যায়’, হিটম্যানের খামখেয়ালি স্বভাব সম্পর্কে অনেক আগে থেকেই অবহিত কোহলি!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল ভারতীয় দল নিউজিল্যান্ডকে দ্বিতীয় ওডিআই ম্যাচে হারিয়ে সিরিজ জয় করে নিয়েছে। রীতিমতো দাপট দেখিয়ে রায়পুরের ওডিআইটি জয় করেছে রোহিত শর্মার ভারত। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স এবং হিটম্যানের অর্ধশতরানে ভর করে এই ম্যাচ জিতেছে মেন ইন ব্লুজ। কিন্তু এই ম্যাচ শুরুর আগে রোহিত শর্মা একটি হাস্যকর ঘটনা ঘটিয়েছিলেন।

ম্যাচ শুরুর আগে রবি শাস্ত্রের সামনে টস করতে গিয়ে রোহিত শর্মার টসে জিতে কি সিদ্ধান্ত নেবেন সেটাই ভুলে গিয়েছিলেন। অধিনায়করা অবশ্যই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন না টসের পরে। ড্রেসিংরুমে বাকি সিনিয়র সতীর্থ এবং কোচের সঙ্গে আলোচনা করেই তবেই তারা ঠিক করেন যে প্রথমে কি করবেন। কিন্তু কাল রোহিত শর্মা টসে জিতে কি করবেন সেই ব্যাপারটি সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন কয়েক সেকেন্ডের জন্য।

rohit toss

পরে যদিও তিনি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন এবং সঞ্চালক ও প্রাক্তন ভারতীয় প্রধান কোচ রবি শাস্ত্রীকে জানান, “আমি চাই আমাদের দল কঠিন পরিস্থিতি থেকে লড়াই করা শিখুক। তাই আমি এখন বোলিংয়ের সিদ্ধান্ত নিলাম।” অনেকেরই দেখে মনে হতে পারে যে রোহিত তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তটি নিয়েছেন। কিন্তু তার সে সিদ্ধান্ত দি যে সঠিক সেটি প্রথম ওভার থেকেই প্রমাণ করতে শুরু করেন শামিরা।

এই ঘটনার পর বিরাট কোহলির একটি পুরনো সাক্ষাৎকার আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। কিছু বছর আগেই গৌরব কাপুরের সঙ্গে একটি সাক্ষাৎকারে বিরাট বলেছিলেন যে তিনি রোহিতের মতো ভুলোমনা মানুষ আর দেখেননি। একাধিকবার তিনি হোটেলে নিজের আই প্যাড, মোবাইল ফোন, ওয়ালেট এমনকি পাসপোর্টও ভুলে ফেলে এসেছেন।

কালকের ঘটনা থেকে প্রমাণ হয় যে বিরাট ভুল কিছু বলেননি। যদিও মহম্মদ শামির নেতৃত্বে কাল ভারতীয় বোলিং ১০৯ রানে অলআউট করে দেয় নিউজিল্যান্ডকে। এরপর রোহিত শর্মার অর্ধশতরানে ভর করে ভারতীয় দল ২৯ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর