কোহলির কথা শোনামাত্র বদলে গেল দলের মেজাজ! মহিলা IPL-এ প্রথম জয় পেলো RCB

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবশেষে জয়ের স্বাদ পেলেন স্মৃতি মান্ধানারা (Smriti Mandhana)। প্রথম মহিলা আইপিএলে (WPL) সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর (RCB) মহিলা দলের। পরপর পাঁচটি ম্যাচে হারের স্বাদ পেয়েছিলেন তারা। আর সেই হারগুলো ছিল রীতিমতো অপমানজনক। ঠিকঠাকভাবে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইটাই করতে পারছিলেন না তারা। কিন্তু অবশেষে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে ইউপি ওয়ারিয়র্সের (UP Warriorz) বিরুদ্ধে জয়ের দেখা পেলো আরসিবি।

কিন্তু কিভাবে এই অসম্ভবকে সম্ভব করে দেখালেন রিচা ঘোষরা? গতকাল ম্যাচের আগে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ভারতীয় দলের এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তিনি মহিলা দলের সকল ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদেরকে ভেঙে না পড়ার পরামর্শ দেন। বিরাটের সেই পরামর্শ কাজে লাগিয়েই অবশেষে মাঠে নিজেদের কাঙ্খিত জয় পেয়েছে আরসিবি।

pep talk kohli

গতকাল অ্যালিসা পেরি (৪-০-১৬-৩) এবং সোফি ডিভাইনের (৪-০-২৩-২) দুর্দান্ত বোলিংয়ে ভর করে ২০ ওভার সম্পূর্ণ হওয়ার আগেই ইউপি-কে অলআউট করে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইউপির হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন গ্রেস হ্যারিস। কিন্তু রান তারা করতে নামার পর খাতা খোলার আগেই দীপ্তি শর্মার শিকার হয়ে ড্রেসিংরুমে ফিরে যান স্মৃতি। পেরি এবং ডিভাইনও বেশিক্ষণ টিকতে পারেননি। কিন্তু রুখে দাঁড়ান কণিকা আহুজা। প্রথমে হিথার নাইট (২৪) এবং তারপর রিচা ঘোষের (৩২*) সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে দলকে জিততে সাহায্য করেন তিনি। তিনি নিজে আউট হন ৩০ বলে ৪৬ রান করে। দুই ওভার বাকি থাকতেই পাঁচ উইকেটে জয় পায় আরসিবি।

কিন্তু বিরাট কোহলি আরসিবি মহিলা দলকে কি এমন পরামর্শ দিয়েছিলেন যে তাদের পারফরম্যান্স বদলে গেল! কোহলি তাদেরকে বলেছিলেন, “ধরে নাও পরবর্তী তিনটা ম্যাচে বলার মত কিছুই হলো না। কিন্তু যখন টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাবে তখন যেন মাথাটা উঁচু থাকে। এই ব্যাপারটা নকআউটে পৌঁছানোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনার ব্যক্তিত্ব গড়ে তুলবে।”

বিরাট কোহলি নিজে ১৫ বছর ধরে আইপিএল খেলছেন এবং এখনো পর্যন্ত তিনি আরসিবি ছাড়া অন্য কোন দলের হয়ে খেলেননি। কিন্তু আইপিএল জয়ের স্বাদও পাওয়া হয়নি তার। কিন্তু কোহলি জানিয়েছেন এই ঘটনার তাকে প্রতিবার আইপিএলের জন্য উৎসাহিত হয়ে ওঠা থেকে আটকাতে পারে না। সবসময় তিনি পরবর্তীতে কি সুযোগ আছে সেদিকে দেখতে বলেছেন বর্তমানের খারাপ পরিস্থিতির দিকে না তাকিয়ে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর