বিরাট-শাস্ত্রীর সুন্দর বোঝাপড়ায় ভারতের সাফল্যের মাপকাঠি।

বাংলাহান্ট ডেস্কঃ ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং হেড কোচ রবি শাস্ত্রির রসায়নই ভারতীয় দলকে সাফল্য এনে দিচ্ছে, এমনই মতামত প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় বাঁহাতি ফাস্ট বোলার আসিস নেহেরা। আসিস নেহেরা মনে করেন অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া। আর এই বোঝাপড়ার জন্যই ভারতীয় দল এত সাফল্য পাচ্ছে। এই ভারতীয় দলের সবথেকে বড় সাফল্য হিসেবে আসিস নেহেরা মনে করেন প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়।

একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে প্রাক্তন ভারতীয় বোলার আসিস নেহেরা বলেন বিরাট কোহলি এবং রবি শাস্ত্রী মুহূর্তে একটি দুর্দান্ত বোঝাপড়া রয়েছে। আর সেই কারণে একে অপরকে ভালোভাবেই জানেন। আর তাই বিরাট কোহলিকে ওর নিজস্ব জায়গাটি ছেড়ে দেন রবি শাস্ত্রী। এবং বিরাট কোহলিও ভালোভাবেই জানেন শাস্ত্রীর কাছ থেকে কতটুকু শিক্ষা নেওয়া দরকার।

16465561416d319752df7f9ec5f4240b10c3744cfb5fd9cd4baa46cbb963b05568023bf76

নেহেরা বলেছেন রবি শাস্ত্রী এবং বিরাট কোহলি নেতৃত্বে ভারতীয় দল শুধু ভালো পারফরম্যান্সই করছে না সেইসাথে ভারতীয় পেস শক্তিকে বিশ্ব মানের করে তুলেছে। আগে যেখানে ভারতীয় পেস বোলিংকে কোন দল সেভাবে গুরুত্ব দিত না এখন মহম্মদ সামি, যাসপ্রীত বুমরাহদের প্রতিটি শক্তিশালী ব্যাটিং লাইনআপ সমীহ করে। এটা সম্ভব হয়েছে শাস্ত্রী এবং বিরাট কোহলির জন্য।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর