দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে প্রথম প্রতিক্রিয়া দিলেন কোহলি, করোনা আতঙ্ক নিয়ে দিলেন বড় বয়ান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের ডিসেম্বর মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা, তবে করোনাভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন রূপ এই সিরিজের ভবিষ্যৎ-কে প্রভাবিত করছে বলে মনে হচ্ছে। এবার এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন বিরাট কোহলি।

বৃহস্পতিবার ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন যে তিনি আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়ে একটি পরিষ্কার পরিকল্পনা পাওয়ার আশা করছেন। করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রন আসার পর সর্বত্র আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। তার মধ্যে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া নিয়ে সরাসরি আগ্রহ বা অনাগ্রহ প্রকাশ করেননি বিরাট।

Team India 1720x900 1

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্টের একদিন আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিরাট কোহলি বলেন, “আমরা বিসিসিআইয়ের সঙ্গে কথা বলছি। আমাদের আরও স্পষ্টতা দরকার এবং আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে ছবিটা পরিষ্কার হয়ে যাবে। রাহুল ভাই (দ্রাবিড়) সব সিনিয়র খেলোয়াড়ের সাথে কথা বলেছেন। এটা গুরুত্বপূর্ণ যে আমরা কোন বিভ্রান্তিতে না থাকি।

ভারতের দক্ষিণ আফ্রিকা সফরসূচি:

প্রথম টেস্ট – ওয়ান্ডারার্স, জোহানেসবার্গ ১৭ই ডিসেম্বর

দ্বিতীয় টেস্ট – সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ান
২৬শে ডিসেম্বর

তৃতীয় টেস্ট – ওয়ান্ডারার্স, জোহানেসবার্গ – ৩ রা জানুয়ারি

প্রথম ওডিআই – বোল্যান্ড পার্ক, পার্ল – ১১ জানুয়ারি

দ্বিতীয় ওডিআই – নিউল্যান্ডস, কেপটাউন – ১৪ ই জানুয়ারি

তৃতীয় ওডিআই – নিউল্যান্ডস, কেপটাউন – ১৬ ই জানুয়ারি

প্রথম টি টোয়েন্টি – নিউল্যান্ডস, কেপটাউন – ১৯ শে জানুয়ারি

দ্বিতীয় টি টোয়েন্টি – নিউল্যান্ডস, কেপটাউন – ২১ শে জানুয়ারি

তৃতীয় টি টোয়েন্টি – বোল্যান্ড পার্ক, পার্ল – ২৩ শে জানুয়ারী

চতুর্থ টি টোয়েন্টি – বোল্যান্ড পার্ক, পার্ল – ২৬ শে জানুয়ারি

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর