ক্যারিবিয়ান সফরে পুরোটাই খেলবেন বিরাট কোহলি! নেবেন না কোনো বিশ্রাম

বাংলা হান্ট ডেস্ক : তেশরা অগাস্ট থেকে তেশরা সেপ্টেম্বর- ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। ক্যারিবিয়ান সফরে ৩টি টি-টোয়েন্টি এবং ৩টি একদিনের ম্যাচের সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল। তারপর ২২ অগাস্ট থেকে শুরু টেস্ট সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। এই সফরে ২টি টেস্ট খেলবে ভারতীয় দল।

আসন্ন এই সফরের জন্যই আগামিকাল দল নির্বাচনে বসছে বোর্ডের নির্বাচক কমিটি। এই সফরে ভারতীয় অধিনায়ক অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার ভাবনা ছিল বোর্ডের। দুই টেস্টর সিরিজে বিরাটের দলে যোগ দেওয়ার কথা ছিল।কিন্তু বিশ্রাম নিতে চাইছেন না কোহলি। বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে ভারতের বিদায় এর পর বেশ হতাশ হোয়ে গিয়েছিলেন ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তাই আর বিশ্রাম না। পুরনো হতাশা সব ভুলে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ঘুরে দাঁড়াতে চাইছেন তিনি। তাই ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজে বিরাটের বিশ্রাম নেওয়ার কথা থাকলেও তিনি নির্বাচকদের জানিয়ে দিয়েছেন, যে পুরো সফর এ উপস্থিত থাকবেন তিনি। অস্ট্রেলিয়া সফর থেকে টানা খেলে যাচ্ছেন বিরাট কোহলি। শুধুমাত্র নিউ জিল্যান্ডে শেষ দুটি একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম নিয়েছিলেন তিনি। এছাড়া কোনো বিশ্রাম নেননি কোহলি।

সম্পর্কিত খবর