সতর্ক করার পরও কানে নেয়নি সরকার! মোদীর কমিটির শীর্ষ পদ ত্যাগ করলেন ভাইরোলজিস্ট শাহিদ

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে মোদী সরকারের ভূমিকা নিয়ে নানাভাবে আঙ্গুল তুলেছিল বিরোধীরা। তবে এবার কোন বিরোধীপক্ষ নয়, মোদী সরকারের গঠিত কমিটি থেকে সরে দাঁড়ালেন বিশিষ্ট ভাইরোলজিস্ট শাহিদ জামিল (Shahid Jameel)। সরে যাওয়ার কারণ না জানালেও, তাঁর দাবি- করোনা ভাইরাস (covid-19) নিয়ে বারবার সতর্ক করার পরও কোন কথা কানে নেয়নি সরকার। এই ঘটনায় কিছুটা হলেও চাপের মুখে কেন্দ্র সরকার।

করোনার প্রথম পর্ব সামলে উঠতে না উঠতেই দাবানলের গতিতে হানা দেয় দ্বিতীয় ঢেউ। ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ এবং মৃতের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটি কমিটি গঠন করেছিল মোদী সরকার। সেই কমিটির শীর্ষে ছিলেন বিশিষ্ট ভাইরোলজিস্ট শাহিদ জামিল। এবার সেই কমিটি থেকেই সরে দাঁড়ালেন তিনি।

bbbjbkjb

হঠাৎ এই সিদ্ধান্তের বিষয়ে কিছু না জানালেও, এক সংবাদসংস্থা-কে তিনি জানান, ‘মার্চের শুরুতেই যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, সেকথা আগেই বলা হয়েছিল। কিন্তু সরকার কোনকিছুই কানে নেয়নি। দিনের পর দিন সতর্ক করেও কোন লাভ হয়নি’।

শাহিদ ব্যাখ্যা দিয়ে জানান, ‘E484K নামে আরও একটি মিউট্যান্টের হালকা ভ্যারিয়েশন হল ভারতীয় ভ্যারিয়েন্টের অংশ। ভারতে পাওয়া ডবল ভ্যারিয়েন্টের ১৫টি পৃথক মিউটেশন আছে। তার মধ্যে থাকা ২টি জটিল মিউটেশনের একটি ক্যালিফোর্নিয়ায় পাওয়া গিয়েছিল। যা থেকেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই আমার কথা হল- দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যদি এভাবে ভাইরাস ছড়াতে পারে, তাহলে ভারতে কেন তা ছড়াতে পারবে না?’

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর