যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে শুধু তারাই ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ এর নিন্দা করছে, দাবি পরিচালকের

বাংলাহান্ট ডেস্ক: একাধারে প্রশংসা এবং সমালোচনা পাচ্ছে ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। এতদিন ধরে ধামাচাপা পড়ে থাকা ইতিহাস টেনে বের করার জন‍্য কেউ পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে (Vivek Agnihotri) ধন‍্যবাদ দিচ্ছেন, আবার কেউ কেউ তাঁর মুণ্ডপাত করছেন। অভিযোগ উঠছে, ছবিতে অর্ধসত‍্য দেখানো হয়েছে। ছবির মাধ‍্যমে একটা সম্প্রদায়ের প্রতি ঘৃণাকে উসকানি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠছে।

এবার বিষয়টা নিয়ে মুখ খুললেন বিবেক অগ্নিহোত্রী। দ‍্য কাশ্মীর ফাইলস সমাজে ভেদাভেদ তৈরি করছে, এমনি অভিযোগের উত্তরে বিবেক বলেন, ভাল ও খারাপের মধ‍্যে ভেদাভেদ করতে পারাটা তো খুবই ভাল কথা। যেসব মানুষ মানবতা, মানুষের অধিকারে বিশ্বাসী আর যারা সন্ত্রাসবাদের ইন্ডাস্ট্রি থেকে আসে, তাদের মধ‍্যে ভেদাভেদ করা।

Vivek Agnihotri for The Kashmir Files 2
পরিচালকের কথায়, “যে ২ কোটি মানুষ ছবিটি দেখেছে তাদের মধ‍্যে থেকে একজনও বলবে না যে ছবিটি ভেদাভেদ তৈরি করে। যারা সন্ত্রাসবাদীদের সমর্থন করে শুধুমাত্র তারাই ছবিটির সমালোচনা করছে। দ‍্য কাশ্মীর ফাইলস কোনো ভেদ করছে না, শুধু রাম আর রাবণের পার্থক‍্যটা বুঝিয়ে দিচ্ছে।”

সংবাদ মাধ‍্যমের তরফে বিবেকের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, যারা কাশ্মীর ফাইলসের সমালোচনা করছেন তাদের উদ্দেশে কিছু বলতে চান তিনি? উত্তরে বিবেক পালটা প্রশ্ন করেন, “সন্ত্রাসবাদীদের কেনই বা কিছু বলব আমি?”

প্রসঙ্গত, দ্বিতীয় সপ্তাহে কার্যত ইতিহাস তৈরি করেছে দ‍্য কাশ্মীর ফাইলস। একের পর এক রেকর্ড গড়ছে এই ছবি। বৃহস্পতিবার ৭.২০ কোটি টাকা আয় করেছে এই ছবি। ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন, ১৪ তম দিনে এত বেশি আয় বড় বড় ব্লকবাস্টার ছবির ক্ষেত্রেও দেখা যায় না। এখনো পর্যন্ত ২০৭.৩৩ কোটি টাকার ব‍্যবসা করেছে দ‍্য কাশ্মীর ফাইলস। মনে করা হচ্ছে শনি রবিবার ফের ব‍্যবসা বাড়তে পারে ছবির।l

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর