এবার Vodafone Idea নিয়ে এল দুর্দান্ত প্ল্যান! Benefits জেনে মাথায় হাত Jio-Airtel গ্রাহকদের

বাংলা হান্ট ডেস্ক: যুগের সাথে তাল মিলিয়ে এবং গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বর্তমানে একের পর এক দুর্দান্ত রিচার্জ প্ল্যান সামনে আনছে টেলিকম সংস্থাগুলি। যেগুলি খুব সহজেই আকৃষ্ট করে গ্রাহকদের। এমতাবস্থায়, Vodafone Idea (Vi)-ও তাদের গ্রাহক বাড়ানোর লক্ষ্যে বিভিন্নভাবে চেষ্টা করছে।

মূলত, Jio এবং Airtel-এর মত টেলিকম সংস্থাগুলি বর্তমানে 5G পরিষেবা নিয়ে এলেও Vodafone Idea-এর 5G পরিষেবা শুরু সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে, Vi একাধিক আকর্ষণীয় প্ল্যান চালু করে তার গ্রাহকদের ধরে রাখতে সক্ষম হচ্ছে। বর্তমান প্ৰতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক প্ল্যানের প্রসঙ্গ উপস্থাপিত করব। মূলত, Vodafone Idea সম্প্রতি যে, 296 টাকার প্ল্যানটি চালু করেছে সেটিতে দৈনিক ডেটার পরিবর্তে পুরো মাসের জন্য ডেটা পাওয়া যায়। এমতাবস্থায়, চলুন জেনে নেই কি কি সুবিধা থাকছে এই প্ল্যানে….

Vi লঞ্চ করেছে 296 টাকার প্রিপেড প্ল্যান: Vodafone Idea-র নতুন 296 টাকার প্রিপেড রিচার্জ প্যাকটি সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100 টি SMS-এর সুবিধা প্রদান করে। এই প্ল্যানে একইসাথে 25 GB ডেটাও পাওয়া যায়। তবে ব্যবহারকারীদের মনে রাখতে হবে যে, এই ডেটা সাবধানে ব্যবহার করতে হবে। নাহলে, খুব বেশি কন্টেন্ট দেখলে এই ডেটা দ্রুত শেষ হয়ে যাবে।

এদিকে, ডেটা শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে 1 MB-এর জন্য 50 পয়সা খরচ করতে হবে। উল্লেখ্য যে, Vodafone Idea-র এই প্ল্যানে 30 দিনের বৈধতা পাওয়া যায়। পাশাপাশি, এই প্ল্যানে কোনো OTT সাবস্ক্রিপশন থাকে না। অর্থাৎ, এই প্ল্যানটি সেই সমস্ত গ্রাহকদের জন্য উপযুক্ত যাঁরা আনলিমিটেড কলিংয়ের সুবিধা চান কিন্তু কম ডেটার প্রয়োজন হয়।

vi jio airtel

Airtel এবং Jio-র প্ল্যান: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই Airtel এবং Jio-রও 296 টাকার প্ল্যান রয়েছে। সেক্ষেত্রে ব্যবহারকারীরা তাঁদের প্ল্যানে 25 GB ডেটাও পান। কিন্তু 5G পরিষেবার কারণে সেই ডেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। এদিকে, Jio-এর 61 টাকার 5G আপগ্রেড প্যাক রয়েছে। যাতে 6 GB ডেটা পাওয়া যায়। সেক্ষেত্রে বেশি ডেটার জন্য আরও টাকা খরচ করতে হয় গ্রাহকদের। পাশাপাশি, Vi-এর মতো, ওই প্ল্যানগুলিও আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি SMS-এর সুবিধা উপলব্ধ করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর