আজ থেকেই কি ঝাপ বন্ধ ভোডাফোনের ? ক্ষতির পরিমান ৬ হাজার ৪৩৯ কোটি টাকা

বাংলাহান্ট ডেস্কঃ বহুদিনের আগে থেকেই জিও বাদে দেশের টেলিকম সংস্থা গুলি চলছিল লোকসানে। এবার তার ওপরে কেন্দ্রকে বকেয়া মেটানোর জন্য সুপ্রিম কোর্টে র নির্দেশ। যার জেরে ঝাপ বন্ধ করতে হতে পারে টেলকম সংস্থা ভোডাফোনকে। 

আজ ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যেই মেটাতে হবে বকেয়া ১ লক্ষ ৪৭ হাজার কোটি টাকা সুপ্রিম কোর্ট্এর নির্দেশ এমনটাই। এই মুহুর্তে লোকসানে চলা ভোডাফোনের পক্ষে এই বিপুল পরিমান বকেয়া মেটানো সম্ভব নয়। একই সাথে আজ ভোডাফোনের শেয়ার দর পড়ে যায় ১৬.৬৭ শতাংশ। জানা যাচ্ছে, ৪৪ কোটি টাকা ভোডাফোনকে মেটাতে হবে আজ রাতের মধ্যেই।

vodafone telecom 770x433 1

আগেই ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, টাটা টেলিসার্ভিসেস-সহ দেশের বিভিন্ন টেলিকম সংস্থাগুলিকে অ্যাডজাস্টেড গ্রস রেফিনিউ (এজিআর) হিসাবে ১ লক্ষ ৪৭ হাজার কোটি টাকা বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। যার শেষ দিন আজ ১৫ ফেব্রুয়ারি ২০২০।  এর মধ্যে রয়েছে লাইসেন্স ফি বাবদ ৯২ হাজার ৬৪২ কোটি টাকা এবং স্পেকট্রাম ফি বাবদ ৫৫ হাজার ৫৪ কোটি টাকা।

এই ঘটনায় দেউলিয়া হবার ঘন কালো মেঘ দেখছেন ভোডাফোন কর্তারা। ডিসেম্বরে সংস্থার চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা জানিয়েছিলেন, কেন্দ্রের সাহায্য ছাড়া এই বিপুল পরিমাণ বকেয়া মেটানো তাঁর সংস্থার পক্ষে সম্ভব নয়। এমনকি, সে ক্ষেত্রে সংস্থার ঝাঁপ বন্ধ করারও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। বর্তমানে এই টেলিকম সংস্থাটি ৬ হাজার ৪৩৯ কোটি টাকা ক্ষতিতে চলছে। ২০১৮-‘১৯ অর্থবর্ষে যা ছিল ৫ হাজার ৫ কোটি টাকা।

 

সম্পর্কিত খবর