বদলে যেতে পারে আপনার ভোটার কার্ড, বাংলায় নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন (Election Commission) খুব শীঘ্রই ভোটারদের ডিজিটাল ভোটার কার্ড (Digital Voter Card) দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে। আপাতত এটা নিয়ে আধিকারিকদের মধ্যে আলোচনা চলছে। যদিও, কমিশনের এক বরিষ্ঠ আধিকারিক স্পষ্ট জানিয়েছেন যে, এই বিষয়ে নির্বাচন কমিশন এখনো কোনও সিদ্ধান্ত নেয়নি। আপাতত আধার কার্ড (Aadhar Card) সমেত কিছু সুবিধা অনলাইনে উপলব্ধ। তিনি জানান, ‘আমদের কাছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের ওয়ার্কিং গ্রুপ আর জনতার থেকে অনেক পরামর্শ আসছে। আর আমরা সেই হিসেবে কাজ করছি।”

voter id election

নির্বাচন কমিশন ডিজিটাল ভোটার কার্ড উপলব্ধ করানো নিয়ে শলা পরামর্শ করছে। আধিকারিককে যখন জিজ্ঞাসা করা হয় যে, এই ডিজিটাল ভোটার কার্ডের মাধ্যমে ভোটাররা কোনও অ্যাপের মাধ্যমে নিজের ফোনে রাখতে পারবেন কি না? তখন তিনি জানান, কমিশন আগে এই নিয়ে সিদ্ধান্ত নিক, এরপর সেটা কীভাবে ব্যবহার করা যাবে সেই নিয়ে বলা হবে।

আধিকারিক জানান, ‘ডিজিটাল ভোটার কার্ড ওয়েবসাইট, ই-মেইলের মাধ্যমে রাখা যেতে পারে। আমরা চেষ্টা করব এটির দ্রুত সরবরাহ করা এবং এতে সহজে অ্যাক্সেস পাওয়া। কার্ড ছাপা আর ভোটারদের কাছে পৌঁছে দিতে অনেক সময় লাগে।” আধার কার্ড, প্যান কার্ড আর ড্রাইভিং লাইসেন্সও ডিজিটাল মাধ্যমে উপলব্ধ। ডিজিটাল মাধ্যমে ভোটারদের ছবিও একদম পরিস্কার হয়ে যাবে। এরফলে তাদের সহজেই চেনাও যাবে।

কমিশনের এক অন্য আধিকারিক জানান, টেকনোলোজির দুর্ব্যবহার রোখার জন কমিশনের কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে এর সুরক্ষার দিক গুলো খতিয়ে দেখতে হবে। জানিয়ে দিই, ছবি সমেত ভোটারদের পরিচয় পত্র ১৯৯৩ সালে প্রথমবার করা হয়েছিল। আর এই ভোটার কার্ড পরিচয় আর ঠিকানার প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর