ভোট দিতে এসেই খুলে গেল কপাল! হিরের আংটি পেলেন ভোটাররা, আধিকারিকরাই দিলেন “উপহার”

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে (India) চলছে লোকসভা ভোটের আবহ। এমতাবস্থায়, গত ৭ মে নির্বাচন সম্পন্ন হয় মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রাজধানী ভোপালে। আর সেইখানেই ঘটেছে এক অবাক করা ঘটনা। মূলত, ভোপালে ভোটের শতাংশ বাড়ানোর জন্য জেলা নির্বাচন কমিশন এক অভিনব উদ্যোগ গ্রহণ করে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভোটারদের জন্য লাকি ড্রয়ের মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেটির মাধ্যমে কিছু ভোটার পুরস্কার জিতে নেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই লাকি ড্রয়ের মাধ্যমে ভোপালের ৪ জন ভাগ্যবান ভোটার হিরের আংটি পেয়েছেন। যাঁদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছেন।

জানা গিয়েছে যে, প্রশাসনের তরফে প্রতিটি ভোটকেন্দ্রেই এই লাকি ড্রয়ের কুপনের ব্যবস্থা করা হয়। যার মধ্যে প্রথম লাকি ড্র সকাল ১০ টায় সম্পন্ন হয়। যেখানে ইমলি এলাকায় অবস্থিত ভোট কেন্দ্রে উপস্থিত ভোটার যোগেশ সাহু পেয়ে যান একটি হিরের আংটি। এমতাবস্থায়, যোগেশ তাঁর জয়ের কৃতিত্ব দিয়েছিলেন তাঁর স্ত্রীকে। স্ত্রীর অনুপ্রেরণাতেই তিনি লাকি ড্রতে অংশগ্রহণ করেন।

Voters were gifted diamond ring when they came to vote.

এর পাশাপাশি দ্বিতীয় লাকি ড্র, দক্ষিণ পশ্চিম বিধানসভার আনন্দ বিহার স্কুলের ১৩৫ নম্বর বুথে সম্পন্ন হয়। সেখানে প্রেমবতী কুশওয়াহা নামের এক মহিলা পেয়ে যান হিরের আংটি। একইভাবে, তৃতীয় লাকি ড্রতে, ভোপাল লোকসভার ১৫৩ নম্বর বুথে অয়ন খান নামের এক ভোটার হিরের আংটি জিতে যান। এদিকে, চতুর্থ লাকি ড্র দুপুর ২ টোয় সম্পন্ন হয়। সেখানে ছায়া সাইনি হিরের আংটি জিতেছিলেন।

আরও পড়ুন: তীব্র দাবদাহের জের! জল থেকে উঠে এল ৩০০ বছরের পুরনো শহর, অবাক কাণ্ড ফিলিপিন্সে

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মঙ্গলবার অর্থাৎ ৭ মে শেষ হওয়া নির্বাচনী প্রক্রিয়ায় ভোপাল লোকসভা আসনে ৬৪ শতাংশ ভোট পড়েছে। তবে, ২০১৯ সালের তুলনায় এটি ১.৬৫ শতাংশ কম ছিল। ভোপাল সংসদীয় আসনের সেহোর বিধানসভায় সর্বোচ্চ ভোট পড়েছে ৭৫.৬৫ শতাংশ। অপরদিকে, ভোপালের দক্ষিণ-পশ্চিম বিধানসভায় সবচেয়ে কম ভোট পড়েছে ৫৫.০৭ শতাংশ।

আরও পড়ুন: এখনই হন সতর্ক! এই ভুল করলেই সিম সহ সরাসরি ব্লক হয়ে যাবে ফোন, বড় পদক্ষেপ TRAI-এর

ভোপাল সংসদীয় আসনে সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৯ টা পর্যন্ত সেখানে ১৩.৬১ শতাংশ, সকাল ১১ টায় ২৭.৪৬ শতাংশ, দুপুর ১ টায় ৪০.৪১ শতাংশ, দুপুর ৩ টায় ৫০.১৬ শতাংশ, বিকেল ৫ টায় ৫৮.৪২ শতাংশ এবং সন্ধ্যে ৬ টা পর্যন্ত ৬৪ শতাংশ ভোট পড়ে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর