দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে চমক! দ্রাবিড়ের বদলে ভারতের কোচের দায়িত্ব সামলাবেন লক্ষ্মণ!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বড় খবর ভেসে এলো বিসিসিআইয়ের অন্দরমহল থেকে। খুব তাড়াতাড়ি ভারতীয় দলের কোচের হটসিটে দেখা যেতে পারে ভিভিএস লক্ষ্মণ-কে! যদি সব ঠিক থাকে তাহলে জুন মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আয়োজিত হতে চলা টি টোয়েন্টি সিরিজেই তিনি ধাওয়ান, হার্দিকদের দায়িত্ব সামলাবেন। অনেকেই হয়তো আশঙ্কা করবেন যে তবে কি রাহুল দ্রাবিড়কে কোচের পদ থেকে ছেঁটে ফেলা হচ্ছে! না, তা নয়, বরং ঠাসা ক্রীড়াসূচির কথা মাথায় রেখে বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে এখনও কোনও কিছুই নিশ্চিত নয়, দ্রাবিড়ের সাথে কথা বলেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিসিআই।

আইপিএল শেষ হলেই দক্ষিণ আফ্রিকা সিরিজ। সেই সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলের মতো আরও অনেক সিনিয়র খেলোয়াড়কে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হতে পারে। এই দুজন ছাড়াও দুই তারকা রিশভ পন্থ ও যশপ্রীত বুমরাকেও বিরতি দেওয়া হতে পারে। জুলাইয়ে অনুষ্ঠিত হতে চলা ইংল্যান্ড সফরকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

rahul dravid sad

এই মুহূর্তে বিরাট বা রোহিত কেউই নিজেদের সেরা ছন্দে নেই। তাই মনে করা হচ্ছে, রোহিত শর্মার অনুপস্থিতিতে একজন অভিজ্ঞ তারকা শিখর ধাওয়ান বা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলের অধিনায়কত্ব দেওয়া হতে পারে। পান্ডিয়া আইপিএল ২০২২-এ নিজের অধিনায়কত্ব গুণে সবাইকে মুগ্ধ করেছেন। তার নেতৃত্বে, গুজরাট টাইটান্স প্লে অফে জায়গা করে নেওয়া প্রথম দল হয়ে ওঠে। তিনি নিজেও ভালো ফর্মে আছেন।

প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ৯ই জুন দিল্লিতে শুরু হবে। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কটক, বিশাখাপত্তনম, রাজকোট ও বেঙ্গালুরুতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য
ভারতীয় স্কোয়াড নির্বাচিত হবে ২২শে মে। সেই সিরিজে উমরান মালিক মহসিন খানের মতো তরুণ তারকাদের ভারতীয় জার্সিতে দেখার সুযোগ হতে পারে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর