IPL নিলামের আগের দিন পাঞ্জাব কিংসের সাথে সম্পর্ক ভাঙলেন এই ক্রিকেটার, সোশ্যাল মিডিয়ায় জানালেন বিদায়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২ নিয়ে ক্রিকেটপ্রেমীদের উৎসাহের অন্ত নেই। কারণ এইবার ৮টি-র জায়গায় ১০টি দল সম্পূর্ণ নতুন রূপে সজ্জিত হয়ে মাঠে খেলতে নামবে। তাই এখন সকলের চোখ ১২ এবং ১৩ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল মেগা অকশনের দিকে। কিন্তু সেই নিলামের আগেই পাঞ্জাব দল বড় ধাক্কা খেয়েছে।

আইপিএলের মেগা নিলামের দুদিন আগে দলের ব্যাটিং কোচ ওয়াসিম জাফর পদত্যাগ করেছেন। টুইটারে নিজের পদত্যাগের ঘোষণা করে দিয়েছেন তিনি। পাঞ্জাব কিংস ২০১৯ সালে তাদের সাথে ওয়াসিম জাফরকে যুক্ত করেছিল। পাঞ্জাবের প্রধান কোচ হলেন অনিল কুম্বলে এবং বোলিং কোচ হলেন অস্ট্রেলিয়ার ড্যামিয়েন রাইট। ফিল্ডিং কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত আছেন দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস।

ওয়াসিম জাফর দল ছেড়ে দেওয়ার ঘোষণা করতে টুইটার অ্যাকাউন্ট থেকে একটি মজার পোস্ট শেয়ার করেছেন। তিনি রণবীর কাপুরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর ‘আচ্ছা চলতা হুঁ’ গানটির একটি দৃশ্য পোস্ট করেছেন। ওয়াসিম জাফর আরও লিখেছেন যে পাঞ্জাব কিংসকে ধন্যবাদ। তিনি কোচ অনিল কুম্বলে এবং দলকে আইপিএল ২০২২ মরশুমের জন্য শুভকামনা জানিয়েছেন। ওয়াসিম জাফরই প্রথম খেলোয়াড় যিনি ১৫০ টি রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছেন। তিনি নিজেও আইপিএল খেলেছেন। ২০০৮ সালে আরসিবির হয়ে খেলতে গিয়ে তিনি ৮ ম্যাচে ১৩০ রান করেছেন।

আইপিএলে মাত্র দুই খেলোয়াড়কে ধরে রেখেছে প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংস। তারা হলেন মায়াঙ্ক আগরওয়াল ও অর্শদীপ সিং। আইপিএল ২০২১-এ দুজনেই দুর্দান্ত পারফরম্যান্সে দেখিয়েছিলেন। মনে করা হচ্ছে নিলাম থেকে যোগ্য কাউকে না পেলে পাঞ্জাবের অধিনায়ক হওয়ার সবচেয়ে বড় দাবিদার থাকবেন ময়ঙ্ক আগরওয়ালই।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর