জল অপচয়ের বার্তা দিতে ঝাড়গ্রাম সার্বজনীন দুর্গাপূজা কমেটির থিম জলই জীবন

বাংলাহান্ট,ঝাড়গ্রাম :- পুজো প্রায় দোরগোড়ায়।  পাড়ায় পাড়ায় শুরু হয়ে গিয়েছে প্রহর গোনা।  আর এই উৎসবকে ঘিরে এখন চার পাশে সাজো সাজো রব। ইতিমধ্যেই বিভিন্ন কাপড়ের দোকানে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ। চারিদিকে প্রায় শেষ হতে চলেছে প্যান্ডেল এর কাজ।

পুরাতন ঝাড়গ্রাম সার্বজনীন দুর্গাপূজা এবার ৮৯ তম বর্ষ। পুজোর বাজেট ১২ লক্ষ টাকা। থিম ‘জলই জীবন’। মণ্ডপ তৈরির দায়িত্বে রয়েছে বিশিষ্ট শিল্পী তপন মাহালি। জল অপচয়ের ফলে আগামী দিনে যে জল সংকট তৈরি হবে, তাই ফুটিয়ে তোলা হবে মণ্ডপে মণ্ডপে সামনে থাকবে সুন্দর পরিবেশ, বড় বড় আকৃতির ফুল।

মণ্ডপে ঢােকার মুখে দেখা যাবে দু’টি বিশালকৃতির রুক্ষ হাত বৃষ্টির জল চাইছে। এছাড়াও মণ্ডপের বাইরে দেখা যাবে বৃষ্টির জল কীভাবে সংরক্ষণ করা যায়। সবুজ পৃথিবীর আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে। সবুজ পৃথিবীর উপর থাকবে গ্রিন সিটি। সেখানে সৌরশক্তির ব্যবহার দেখা যাবে। মণ্ডপের ভিতরে ঢুকলেই দেখা যাবে কৃত্রিম ভাবে বৃষ্টি হচ্ছে। একটি সদ্যোজাত শিশুর সবুজ পাতার উপরে থাকবে। জলই যে প্রাণ, সেই বার্তা দেওয়া হবে। প্রতিমাতেও থাকছে বিশেষত্ব। গাছ ও ফুলের আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে।

IMG 20190926 WA0239

পাশাপাশি বিভিন্ন সরকারি সচেতনতার বার্তা থাকবে। দশমীতে রয়েছে রাবণ পোড়া ও বিভিন্ন আতশবাজির প্রদর্শনী। পুজো কমিটির সম্পাদক অরণ্য হাজরা বলেন, জলের অপচয় বন্ধ করা ও জলের ভূমিকা যে মানুষের জীবনে অপরিহার্য, আমাদের পুজো থেকে সেই বার্তা দেওয়া হবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর