প্রার্থী তালিকা প্রকাশের পরই দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ, কর্মসূচী বদলে জরুরী বৈঠক সারলেন শাহ-নাড্ডা

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (west bengal) নির্বাচন দোরগোড়ায়। এই মুহূর্তে প্রায়ই বাংলায় এসে সভা সমাবেশ করছেন অমিত শাহ (amit shah), জেপি নাড্ডারা। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসছেন বারবার। এরই মধ্যে বিজেপির তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশের পরই চরম বিক্ষোভ দেখা দেয় দলীয় কর্মীদের মধ্যে।

দলীয় কর্মীদের মধ্যে এই বিক্ষভের সুর দেখেই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গুয়াহাটি থেকে দিল্লী না গিয়ে সোজা কলকাতায় নামেন অমিত শাহ। বিমানবন্দর থেকে সোজা পৌঁছে যান নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে। সেখানে জেপি নাড্ডাকে সঙ্গে নিয়েই বঙ্গ বিজেপির প্রথমসারির নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ।

TH14SHAHANDNADDA

সোমবার বাঁকুড়ার রানিবাঁধে ও ঝাড়গ্রামে ২টি জনসভা করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য অমিত শাহের। কপ্টারে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে রানিবাঁধে সভা করলেও ভার্চুয়াল মাধ্যমে ঝাড়গ্রামের সভায় তাঁর মূল্যবান বক্তব্য রাখলেন অমতি শাহ। বাংলার মানুষকে বিজেপির ধর্মে দীক্ষিত করতে গিয়ে তুলোধনা করলেন মমতা সরকারের।

সেখানের কর্মসূচী সেরে অসমের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক ও জনসভায় অংশ নেনে তিনি। কিন্তু পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গুয়াহাটি থেকে দিল্লী ফিরে যাওয়ার কথা থাকলেও, আবারও কলকাতায় আসেন অমিত শাহ। বিজেপির তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দলীয় কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সেই নিয়ে আবারও বৈঠক করলেন রাজ্যের নেতৃত্বদের সঙ্গে।

বিমানবন্দর থেকে জেপি নাড্ডাকে সঙ্গে নিয়ে নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে পৌঁছান অমিত শাহ। সেখানে বেশকিছুক্ষণ বঙ্গ বিজেপির প্রথমসারির নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ জেপি নাড্ডারা। জরুরী বৈঠক সেরে আজ ভোরেই দিল্লী ফিরে যাওয়ার কথা ছিল অমিত শাহের।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর