রাজ্যের শিক্ষকদের জন্য সুখবর! বিরাট পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ

বাংলা হান্ট ডেস্কঃ ছাত্রছাত্রী গড়ার কারিগর শিক্ষকরা। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে আগামী প্রজন্মকে তৈরি করার গুরু দায়িত্ব নেভান শিক্ষক–শিক্ষিকারা (Teachers)। এবার সেই শিক্ষকদের জন্য অভিনব পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। এবার রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের মনের অবস্থার খোঁজ নিতে রাজ্যের সরকারি স্কুল গুলিতে সমীক্ষা চালাবে মধ্যশিক্ষা পর্ষদ।

এবার মেপে দেখা হবে শিক্ষক–শিক্ষিকাদের মানসিক স্বাস্থ্য (Mental Health) কেমন আছে সেই বিষয়। ‘মেন্টাল ওয়েলবিয়িং অফ টিচার্স সার্ভে’–এর অধীনে এই সমীক্ষা চলবে। যা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ‘মনোদর্পণ’–এর অধীনে। জানা গিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তরফে প্রতিটি রাজ্যের কাছে এই সমীক্ষার নির্দেশিকা পাঠানো হয়। সেই নির্দেশকে মান্যতা দিয়ে সমীক্ষা শুরু করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।

সূত্রের খবর, দুর্গাপুজোর ছুটির পরই এই সমীক্ষা শুরু হয়ে যাবে। রাজ্যের সরকারি স্কুল গুলিতে। ইতিমধ্যেই এই বিষয়ে প্রতিটি সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের নির্দেশিকা পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। জানা যাচ্ছে লিঙ্কের দ্বারা গুগল শিটের মাধ্যমে এই সমীক্ষা চলবে। সেই গুগল ফর্মে শিক্ষক-শিক্ষিকাদের যাবতীয় তথ্য আপলোড করতে হবে।

আরও পড়ুন: পুজোর মাসে একসঙ্গে ৩টি উপহার! মালামাল হবেন সরকারি কর্মচারীরা, কে কত পাবেন দেখে নিন

একবার তথ্য আপলোড করার কাজ সমাপ্ত হলে তারপর শুরু হবে সেই নিয়ে সমীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ তরফে আগামী ১৫ অক্টোবরের মধ্যে স্কুলগুলিকে শিক্ষকদের যাবতীয় তথ্য আপলোড করতে নির্দেশ দেওয়া হয়েছে। তারপর সেই তথ্যের ভিত্তিতে সমীক্ষা চলবে। তারপর এই সমীক্ষা রিপোর্ট রেকর্ড করা হবে।

teachers b

এই সমীক্ষার মাধ্যমে একদিকে যেমন শিক্ষকদের মনের অবস্থা বোঝা যাবে তেমনই অন্যদিকে তাদের কোনও অভিযোগ, অভাব বা পরামর্শ থাকলে সেটাও তারা জানাতে পারবেন। এভাবেই রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের মনের খোঁজ নেবে পর্ষদ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর