২০ দিন পর অবশেষে মিলল খোঁজ, কোথায় পালিয়েছে শাহজাহান? বলেই দিলেন কারামন্ত্রী অখিল গিরি

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan) এই এক নামেই এখন তোলপাড় রাজ্য-রাজনীতি। চলতি মাসের শুরুতে রেশন দুর্নীতির তদন্তে শাসকদলের এই নেতার বাড়ি গিয়েই আক্রান্ত হয়েছিল ইডি। তারপর পেরিয়ে গিয়েছে ২০ দিন। দু-দুবার তার ডেরায় তল্লাশি চালিয়েছে ইডি। তবে এখনও খোঁজ মেলেনি শাহজাহানের। যেখানে পুলিশ, ইডি কেউই এখনও সন্দেশখালির ‘বাদশা’র খবর দিতে অক্ষম সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিমেষে তার হদিশ দিয়ে দিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি (Akhil Giri)!

বৃহস্পতিবার হলদিয়ায় সরকারি কর্মসূচিতে যোগদান দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। কর্মসূচী শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখোমুখি হয়ে অখিল গিরি বলেন, ”শেখ শাহজাহান রাজ্যের বাইরে আছেন চিকিৎসার জন্য।” বৃহস্পতিবার হলদিয়ায় রাজ্য সরকারের শ্রমদপ্তর আয়োজিত শ্রমিক মেলায় এসে বিস্ফোরক দাবি করে অখিল গিরি বলেন, ”চিকিৎসার জন্য শেখ শাহজাহান এখন রাজ্যের বাইরে আছেন”,

আর যা যা বললেন কারামন্ত্রী, অখিল গিরি বলেন, “শেখ শাহজাহান চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন। তবে কোথায় আছে তা আমি জানি না। তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে নিশ্চিত পুলিশ খুঁজছে, চুপচাপ বসে নেই। অপরাধীকে ছাড়া হবে না। উনি অসুস্থ ছিলেন। বাইরে গিয়েছেন চিকিৎসার জন্য। নিশ্চিতভাবে বলতে পারি পশ্চিমবঙ্গের মধ্যে নেই।”

পাশাপাশি মন্ত্রীমশাই আরও বলেন, “শেখ শাহজাহানের ধরা দেওয়া উচিত কিনা কিংবা ও আত্মসমর্পণ করবে কিনা সেটা ওর নিজের ব্যাপার। ইডি ওকে আগামী ২৯ তারিখে হাজিরা দেওয়ার কথা বলেছে। যদি ওর কোনও অসুবিধা হয়ে থাকে, তাহলে তদন্তকারী সংস্থার থেকে সময় চেয়ে নিতে পারে।” একদিকে যেখানে সন্দেশখালি ঘটনার এতদিন পরই নিজেদের শেখ শাহজাহানকে নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে তৃণমূল সেখানে হঠাৎ মন্ত্রী অখিল গিরির করা মন্তব্যে শোরগোল ছড়িয়েছে গোটা রাজ্যে।

akhil giri

আরও পড়ুন: রিজ়ার্ভ ব্যাঙ্কে জাল নথি পেশ! কিভাবে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন শঙ্কর? জানাল ED

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে দ্বিতীয়বারের জন্য হানা চালায় ইডি। দীর্ঘ তল্লাশি শেষে সন্দেশখালি ঘটনায় শাহজাহান শেখের বাড়িতে নোটিস সেঁটে দিয়ে যায় ইডি। ইডির দেওয়া সেই নোটিসে লেখা ছিল, রেশন মামলায় শাহজাহানের শেখের হাজিরা জরুরি। তাই ২০০২ সালের আর্থিক তছরুপ বিরোধী আইনের ধারা অনুযায়ী, ২৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে শাহজাহানকে কলকাতায় ইডি দফতরে হাজিরা দিতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড এবং নিজের পাসপোর্ট আকারের ছবি সহ বেশ কিছু নথি। একই সাথে তৃণমূল নেতার বাড়িটিও সিল করে দিয়ে যায় ইডি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর