ফিটনেস, শৃঙ্খলার ব্যাপারে ফুটবলারদের থেকে অনেক কিছু শেখা উচিৎ আমাদের।

বর্তমান ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে ফিট ক্রিকেটার হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট রীতিমতো খাবার দাবার নিয়ন্ত্রণ করে এবং নিয়মিত ব্যায়াম করে আজ নিজেকে এই জায়গায় নিয়ে গিয়েছে। কিন্তু হটাৎ করে এই বিরাটই বললেন ফুটবলারদের শৃঙ্খলাবোধ এবং ফিটনেস থেকে আমাদের প্রত্যেকের শেখা উচিৎ। কিন্তু হঠাৎ করে কোহলি কেন এমন বললেন? কোহলি তার এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন প্রত্যেক খেলোয়াড়ের উচিৎ নিজেদের ফিটনেসের ব্যাপারে খুব সচেতন হওয়া, এমন চূড়ান্ত ফিটনেস নিয়েই খেলার মাঠে নামা উচিৎ খেলোয়াড়দের।

উনি এই প্রসঙ্গ টেনে বলেন আমাদের থেকে অনেকে বেশি পেশাদার হচ্ছেন ফুটবলারা। কারণ ওরা জানে কেমন ভাবে নিজেদের ফিট রাখতে হয়। ফিটনেসের দিকে খুব নজর দেয় ফুটবলাররা। উনি আরও বলেন, বিরাট বলেন ফুটবলারা খুবই নিয়মিত ভাবে খাবার খায়, হার্ডওয়ার্ক করে আবার নিয়ম মত বিশ্রাম নেন। আমরা অনেক কিছু শিখেছি ফুটবলারদের থেকে এবং আরও অনেক কিছু শেখা উচিৎ আমাদের। ভারত অধিনায়ক বিরাট কোহলি নিজে খুবই সচেতন ফিটনেস নিয়ে। সেই সাথে বিরাট দলের প্রত্যেক খেলোয়াড়দেরও উজ্জীবিত করেন ফিট থাকার জন্য।

1447492236ab9d1d07091cf9dec559ceddfc70ba9

ফুটবলারদের সাথে নিজের ফিটনেস নিয়ে যদি তুলনা করা হয় তাহলে নিজেকে কত দেবেন? এই প্রশ্নের উত্তরে বিরাট কোহলি বলেন এই ভাবে ওদের সাথে তুলনা করা সম্ভব নয়। কারণ ফুটবল 90 মিনিটের খেলা, সেখানে পুরো মাঠ জুড়ে প্রত্যেক খেলোয়াড়কে 90 মিনিট দৌড়াতে হয় এক্ষেত্রে প্রয়োজন চূড়ান্ত ফিটনেস। তাই যদি ফুটবলারদের সাথে তুলনা করতেই হয় তবে সেটা জোরে বোলারদের করা উচিৎ।

সেই সাথে কোহলি বলেন ফুটবলারদের মত ফিট না হলেও মনের ইচ্ছা থাকা দরকার যে ওদের মত ফিট থাকবো তাহলে অন্য মাত্রায় ক্রিকেট খেলা যায়। কারণ ফিট থাকলে তবেই ভালো ক্রিকেট খেলা যায়। ফুটবলাদের মধ্যে উনি বলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দেখা উচিৎ। রোনাল্ডোর খিদে আজ তাকে এই জায়গায় নিয়ে গিয়েছে সেই সাথে তার রয়েছে চূড়ান্ত ফিটনেস।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর