স্বৈরাচারী সরকার চালাচ্ছে বিপ্লব দেব, আমরা গণতন্ত্র-উন্নয়ন ফিরিয়ে দেবঃ অভিষেক

বাংলাহান্ট ডেস্কঃ ত্রিপুরার (tripura) মাটিতে শক্ত ঘাঁটি গড়তে মরিয়া তৃণমূল (tmc)। আজই সেখানে পৌঁছেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলের এতবড় পদ পাওয়ার পর, এই প্রথম অন্যরাজ্যে সফরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ত্রিপুরায় পা রাখতেই, নানা বাধার সম্মুখীন হতে হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

দফায় দফায় বিক্ষোভের মধ্যে হামলাও চলল অভিষেকের গাড়িতে। সবমিলিয়ে ভিনরাজ্যে পা রেখেই বিক্ষোভের মুখে পড়ে ক্ষোভ উগরে দিলেন বিপ্লব দেব সরকারের উপর। অভিষেক বললেন, ‘ত্রিপুরায় আগামী দেড় বছরের মধ্যে উন্নয়নের সরকার গড়ে দেখাবে তৃণমূল। দিল্লী, গুজরাটের নির্দেশ মেনে এখানের সরকার চলছে। এখানকার মানুষের কথা, চাহিদা তাঁরা বুঝতে পারে না। দুয়ারে গুণ্ডা নয়, ত্রিপুরায় দুয়ারে দুয়ারে সরকার পৌঁছে যাবে। ধমকে চমকে তৃণমূলকে ভয় দেখানো যাবে না’।

Abhishek 1 1

অভিষেকের কথায়, ‘বাইক বাহিনীর খেলা এখানেই শেষ। আজ থেকে ত্রিপুরাবাসীর খেলা শুরু হবে। বাংলা যখন করে দেখিয়েছে, ত্রিপুরাও ঠিক পারবে। সম্ভব হলে নিজের পায়ের তলার মাটি বাঁচিয়ে দেখাক বিজেপি সরকার। ধমকে চমকে কোন লাভ হবে না’।

অভিষেক আরও বলেন, ‘তৃণমূলের নেতৃত্বরা ত্রিপুরায় পা দেওয়ার আগেই এত জ্বলছে কেন? আমি তো আগেও এখানে এসেছিলাম ২০১৬ সালে। তখন মানিকবাবুদের শাসন ছিল। তখনও এরাজ্যের অবস্থা এতোটা খারাপ ছিল না। ত্রিপুরাবাসী নতুন দিনের স্বপ্ন দেখে বিজেপিকে ক্ষমতায় আনলেও, তাঁরা তখন বোঝেনি যে খাল কেটে কুমীর আনছে। তাই ডাবল ইঞ্জিন সরকার নাকি বাংলার সিঙ্গল ইঞ্জিন সরকার, কাকে বেছে নেবেন? আজই সিদ্ধান্ত নিতে হবে আপনাদের’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর