কংগ্রেসের ভোট কাটুয়া বলে কটাক্ষ করে মমতাকে অসমে স্বাগত জানালেন হিমন্ত

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা জয়ের পরেই অসম ও ত্রিপুরার দিকে লক্ষ্য দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই সূত্র ধরে ত্রিপুরায় একাধিকবার সফর করেছেন তৃণমূলের বেশকিছু বরিষ্ঠ নেতৃত্ব। এমনকি বিপ্লব দেব সরকারের সঙ্গে বেশ কিছুটা সমস্যায় জড়াতেও দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আবার অন্যদিকে অসমে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। যার জেরে সংগঠন বাড়াতে যে মরিয়া তৃণমূল এ নিয়ে কোন সন্দেহ নেই।

কিন্তু এ নিয়ে কি মত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার? একদিকে যখন বিপ্লব দেব কার্যত খড়গহস্ত হয়েছেন তৃণমূলের উপর তখন প্রায় হাত বাড়িয়ে তৃণমূলকে আহ্বান জানালেন হিমন্ত। তিনি এও বলেন দিদি যদি আসতে চান তার জন্য রেড কার্পেট পেতে রাখবো। কিন্তু কেন এই স্বাগত? আজ শিলিগুড়ি সফরে এসে হিমন্ত বলেন, “অসমে ও ত্রিপুরায় দিদি যত যাবেন, কংগ্রেসের ভোট তত কাটবে। তাতে লাভ হবে আমাদের। সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসমে রেড কার্পেট পেতে স্বাগত জানাব।” সাথে সাথেই তিনি এও বলেন, “দিদি ওখানে যাবেন, মাকে প্রণাম করে বাংলায় চলে আসবেন। অসমে ওনার কী কাজ?”

কয়েকদিন আগেই শিলিগুড়িতে মারা গিয়েছেন বিজেপির বিধায়ক অলোক ঘোষ। তখন দেখা করতে আসতে পারেননি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই কারণেই তার এই সফর বলেও জানান তিনি। অন্যদিকে দিদিকে অসমে স্বাগত জানালেও বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোঁচা দিতেও ছাড়েননি এই বরিষ্ঠ বিজেপি নেতা। তিনি স্পষ্টতই জানান, একই সময় বাংলায় এবং অসমে ভোট হয়েছে। অথচ অসমে একটা বাড়িতেও পাথর পড়েনি। অথচ এখানে হাইকোর্টকে তদন্তের নির্দেশ দিতে হয়েছে।

himanta biswa sarma 11

কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবের তৃণমূলে যোগ দেওয়া নিয়েও মুখ খোলেন হিমন্ত। তার মতে সুস্মিতা দেব তা মূলত একটা এলাকার প্রতিনিধিত্ব করেন। তবে সংগঠন বাড়ানোর ব্যাপারে তাদের কাছে কোন খবর নেই। একইসঙ্গে তিনি আরও একবার জানান তৃণমূল যত সফর করবে তত এলডিএফ এবং কংগ্রেসের ভোট কাটবে তাতে আখেরে লাভ তাদেরই।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর