ডিফারেন্ট মুড, হাটকে লুক! লক্ষীবারে সবুজ পঞ্জাবি পরে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের আগাম শুভেচ্ছা জানালেন পার্থ

বাংলা হান্ট ডেস্কঃ তাঁর ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আজও শুধুই তৃণমূল বিরাজ করে। দল বিতাড়িত করছে বহুদিন, তবে দলকে কোনোভাবেই ভুলতে পারেননি তিঁনি। এদিন আদালত চত্বরে এক্কেবারে অন্য মেজাজে ধরা পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন হেভিওয়েট তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বঙ্গ নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) মূল অভিযুক্ত পার্থ বহুদিন যাবৎ রয়েছেন শ্রীঘরে। হাজতে থেকে বারংবারই মন খারাপ হয়ে যায় পার্থর। তবে এদিন একেবারেই বিপরীত মেজাজে তিঁনি। সাথেই রাজ্যের মেট্রো পরিষেবা নিয়ে করলেন সওয়ালও।

এদিন আদালতে চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হয়ে খুব শান্তভাবে লক্ষী ছেলের মত কথা বললেন পার্থ। সাথেই নতুন বছরে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বার্তাও দেন প্রাক্তন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তবে শুধু তাই নয় এ দিন আদালতে ঢোকার মুখে পার্থর চোখে-মুখে ধরা পড়ল আত্মবিশ্বাস।

ঠিক কী বললেন পার্থ? তিনি বলেন, “আমি সর্বপ্রথম ২০২৩-এর নববর্ষের তৃণমূল কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমস্ত সহকর্মীদের শুভেচ্ছা জানাই। বেহালা আমার অঞ্চল। সেখানে বসবাসকারী সব নাগরিকদের অভিনন্দন জানাই। একই সঙ্গে আমি কামনা করি জোকা থেকে তারাতলা মেট্রোরেল পরিষেবা যেন দ্রুত চালু হয়।”

partha

উল্লেখ্য, আজ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তরফে তাঁর জামিনের আবেদন করা হবে আদালতে। সাথেই পার্থ বাবুর শারীরিক অসুস্থতার কথাও তুলে ধরা হবে বিচারকের কাছে। এই প্রথম নয়, এর আগেও শর্ত সাপেক্ষে জামিন চেয়েছিলেন পার্থ। তবে প্রভাবশালী তত্ত্বে কোনো সুরাহা পাননি তিঁনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর