সমুদ্রে ফুঁসছে তেজ! কোথায় আছে ঘূর্ণিঝড়, কখন পড়বে আছড়ে? ভয়াবহ আপডেট IMD-র

বাংলা হান্ট ডেস্ক : ‘বিপর্যয়’-এর পর এ বার ‘তেজ’ (Tej)। মৌসম ভবন থেকে খবর মিলেছে, দক্ষিণ-পূর্ব এবং পার্শ্ববর্তী দক্ষিণ-পশ্চিম আরব সাগরে ঘনীভূত হচ্ছে আরও একটি ঘূর্ণিঝড় (Cyclone)। আগামী রবিবারের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ওমানের দক্ষিণ উপকূলের দিকে এবং তার পর ইয়েমেনের দিকে অগ্রসর হবে বলে খবর। সূত্রের খবর, সম্ভাব্য পথে এগোতে এগোতে এটি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে।

আইএমডি-র (India Meteorological Department) মেগা ওয়েদার (Weather) আপডেট অনুযায়ি, গত ৬ ঘন্টায় প্রায় ২৩ কিমি বেগে এগিয়ে এসেছে এই ঘূর্ণিঝড়। সমুদ্রের মধ্যেই আরও গতি এবং শক্তি বাড়িয়ে নিচ্ছে৷ গত শুক্রবারই আবহাওয়া দফতর জানিয়েছিল, দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম আরব সাগরের একটি নিম্নচাপ ক্রমশ পরিণত হচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। উল্লেখ্য, একটি সাইক্লোনকে ঘূর্ণিঝড় তখনই বলা হয় যখন সেটির গতি ৬২-৮৮ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত হয়৷ এবং এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ প্রায় ৮৯-১১৭ কিলোমিটার।

সর্বশেষ খবর, ঘূর্ণিঝড় ‘তেজ’ এখন রয়েছে ইয়েমেনের সোকোটরার ৬০০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে, ওমানের সালালার ৯০০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্ব অঞ্চলে। আর মাত্র ১২ ঘন্টার মধ্যেই আরও শক্তিশালী হয়ে উঠবে ‘তেজ’। মৌসম ভবনের খবর, রবিবার সকাল থেকে ভারত থেকে উত্তরপশ্চিম দিকে পাড়ি জমাবে এই শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তেজ’। উল্লেখ্য, এই ঘূর্ণিঝড় ভারতে কোনও প্রভাব ফেলবেনা।

আরও পড়ুন : ভারতের এই রহস্যময় গ্রামে কেউই পরেনা জুতো! বাইরের কাউকে ছুঁলে করতে হয় স্নান

cyclone 1697851495113 1697851514353

যদিও ভারতীয়দের জন্যেও রয়েছে দুঃসংবাদ। বঙ্গোপসাগরেও তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। গত ষষ্ঠীতেই সেই নিম্নচাপের দেখা মেলে। ধীরে ধীরে এটিও শক্তিশালী হচ্ছে। আবহাওয়া দফতরের খবর, আগামী দু’দিনে আরও গভীর নিম্নচাপে পরিনত হবে এটি। আগামী অষ্টমী থেকেই ভিজতে পারে রাজ্যের বিভিন্ন প্রান্ত। বিশেষ করে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বেশকিছু জেলায় হতে পারে বৃষ্টি।

আরও পড়ুন : ‘টাইগার থ্রি’ হতে চলেছে বলিউডের সবথেকে বড় বাজেটের ছবি! পারিশ্রমিকে বড় দাঁও মারলেন সলমন

durga puja rain

অষ্টমীর পর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে। নবমী থেকে মেঘ ঢুকবে বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতেও। জানা যাচ্ছে, অষ্টমীর সকাল পর্যন্ত নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে থাকলেও এরপর বাঁক নেবে উত্তর ও উত্তর-পূর্ব দিকে। সেখান থেকে সোজা বাংলাদেশে ঢুকবে নিম্নচাপটি। উল্লেখ্য, দক্ষিণ বঙ্গের যে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল সেগুলি হল, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর