ভারী বৃষ্টিতে ভিজবে বাংলার এক অংশ, কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি : আজকের আবহাওয়া

বাংলা হান্ট ডেস্কঃ প্যাচপ্যাচে গরমে এই মুহূর্তে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। কয়েকদিন ধরে বিকেলের দিকে হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা সেভাবে কমেনি। যার জেরে তীব্র দাবদাহ সহ্য করতে হচ্ছে রোজই। তবে এবার কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মধ্য আরব সাগরে আরো কিছুটা অগ্রসর হয়েছে। যার জেরে আজ থেকেই শুরু হতে পারে হালকা বৃষ্টি এবং আগামী ৫ দিন ঝড় বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার খবর :

  1. সর্বোচ্চ তাপমাত্রা
36°C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা59%
বাতাস11 km/h
মেঘে ঢাকা21%

আজকের আবহাওয়া :
কলকাতা ও তার আশেপাশের এলাকায় আজ আংশিক মেঘলা আকাশ এবং বিকেলের দিকে হালকা ঝড়-বৃষ্টি দেখা যেতে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। যার জেরে বৃষ্টি হতে পারে মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধপ্রদেশের বেশ কিছু অংশে। এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় নিকটবর্তী দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এলাকাগুলিতে। দক্ষিণ-পশ্চিমা বায়ু বঙ্গোপসাগরের উপর ক্রমশ শক্তিশালী হওয়ার কারণে আগামী কয়েকদিন হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

আগামীকালের আবহাওয়া :

আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ৮ ও ৯ জুন অর্থাৎ আগামী কাল এবং পরশু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে। হাওয়া অফিসের অনুমান অনুযায়ী, আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে প্রায় ২৮ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৪℅। উত্তরবঙ্গের বেশ কিছু অংশ ভারী বৃষ্টিপাত হলেও আগামী কয়েক দিনের তাপমাত্রা তেমন কমছে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া :

আজ বিকেলের দিকে উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশকিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয় নিম্নচাপের জেরে আজ বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর এবং মালদায়। দক্ষিণবঙ্গে কাল কিছুটা বৃষ্টিপাত হয়েছিল হুগলি ও তার আশপাশের এলাকায়। আবহাওয়াবিদদের অনুমান অনুযায়ী দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে আজও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর