রেডি রাখুন ছাতা! আজ দিনভর ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের এই ৫ জেলায়: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: শীতের (Winter) মজা মাটি করতে হাজির বৃষ্টি (Rain)। এমনিতেই দক্ষিণবঙ্গে স্বাভাবিকের ওপরে তাপমাত্রা। ওদিকে এরই মধ্যে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি। আবহাওয়া দপ্তর (Weather Department) সূত্রে খবর, আজ থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর জেরে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা।

আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আকাশ ও বাকি জেলাতে আংশিক মেঘলা থাকবে আকাশ। আজ শুক্রবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী ৫-৭ তারিখ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঝাড়খন্ড এবং দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে। যার জেরে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা।

আজ পশ্চিমের জেলা ছাড়া দক্ষিণবঙ্গের কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে আগামী ৩-৪ দিনে কলকাতা সহ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে বেশি দূরে নেই শীত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১০ জানুয়ারির পর থেকে আবারও বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। অর্থাৎ প্রায় ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। তবে ১০ জানুয়ারির পর থেকে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে।

আরও পড়ুন: এবার জাস্টিস সিনহা ভার্সাস কালীঘাটের কাকু! বিচারপতির পাল্টা ডিভিশন বেঞ্চে সুজয়কৃষ্ণ, শোরগোল

weather winter 8

উত্তরবঙ্গজুড়ে চলছে শীতের স্পেল। নতুন বছরের শুরুতেই উত্তরে হুহু করে নেমেছে তাপমাত্রা। পশ্চিমের জেলা গুলির পাশাপাশি দার্জিলিং এও চকটি সপ্তাহে বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন ৫ থেকে ৬ ডিগ্রির আশপাশে থাকবে তাপমাত্রা। দার্জিলিঙে বৃষ্টির সঙ্গেই তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংএ। তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর