শীত অতীত! আজ থেকে তাণ্ডব দেখাবে বৃষ্টি, দক্ষিণবঙ্গের ৭ জেলায় সতর্কতা: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: কথায় বলে মাঘের ঠান্ডা বাঘের গায়ে লাগে। আজ মঙ্গলবার মাঘের প্রথম দিন। আর আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। কয়েকদিন হল হাড় কাঁপানো শীত দেখা দিয়েছে। তবে এরই মধ্যে বৃষ্টির জেরে কি হবে ছন্দপতন? হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে একটি ঘূর্ণাবর্ত করছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করবে রাজ্যে। এর জেরে আগামী ৩ দিন বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।

আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) সূত্রে খবর, বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণের প্রায় সব এবং উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টির হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। আগামী তিনদিন গাঙ্গেও পশ্চিমবঙ্গের তাপামাত্রা একই থাকবে। তাহলে এবার বৃষ্টি মাটি করবে শীতের আমেজ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজমঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির হতে পারে৷ এরপর বুধবার দুই চব্বিশ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের জেলাগুলিতে বুধ এবং বৃহস্পতি— দু’দিনই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চলতি সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পঙেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলাতে হতে পারে তুষারপাতও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৭ এবং ১৮ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হবে।

It may rain in West Bengal in the middle of winter Weather Update

আরও পড়ুন: হাইকোর্টে বাংলা ভাষাতে শুনানির সিদ্ধান্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের! কারণ কি? কি এমন ঘটল এজলাসে?

এদিকে ফের তাপমাত্রা বাড়বে রাজ্যে। গত কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একধাক্কায় ৪-৫ ডিগ্রি মত কমেছে তাপমাত্রা। আবহাওয়ার দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির জেরে আজ থেকে তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। ফলে ফের শীতের মুড বিগড়ে যেতে পারে।

 

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর