Weather Report: স্বাধীনতা দিবসের ছুটিতে দিঘা যাওয়ার আগে সাবধান, বইবে ঝোড়ো হাওয়া! জারি হল সতর্কতা

বাংলাহান্ট ডেস্ক : পরপর তিনদিন ছুটি। শনিবার ,রবিবার ও স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার। পর্যটন পাগল বাঙালি তাই পাড়ি জমিয়েছিলেন দীঘা, মন্দারমনির সমুদ্র সৈকতে। কিন্তু তাদের আনন্দে বাধ সাধল নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার রাত পর্যন্ত নিম্ন চাপের জেরে ভারী বৃষ্টিপাত চলবে দীঘা, মন্দারমনি সহ সমগ্র পূর্ব মেদিনীপুর জেলায়।

সোমবার অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনও সম্পূর্ণভাবে দুর্যোগ মুক্ত হবে না আকাশ। পূর্বাভাস অনুযায়ী সোমবার অর্থাৎ ১৫ ই আগস্ট ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী এলাকায়। সাথ দিতে পারে বৃষ্টিও! তাই পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে সোমবার করা হাতে রাশ টানতে চলেছে প্রশাসন। যার ফলস্বরূপ স্বাধীনতা দিবসের দিনও হোটেল বন্দি হয়ে কাটাতে হতে পারে পর্যটকদের।

রবিবার সকাল থেকেই সমগ্র দক্ষিণবঙ্গের আকাশের মুখ ছিল ভার। দক্ষিণবঙ্গ সহ উপকূলবর্তী এলাকায় দফায় দফায় শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ১৫ ই আগস্টও এই দুর্যোগ থেকে মুক্তি নেই। এর কারণস্বরূপ বলা হচ্ছে, বাংলার উপকূলবর্তী এলাকায় গত ২৪ ঘন্টায় যে নিম্নচাপের সৃস্টি হয়েছে তা দীঘা থেকে মাত্র ১০ কিলোমিটার দক্ষিণ – পশ্চিম দূরে অবস্থান করছে।যেটি রবিবার সন্ধ্যায় দীঘায় গা ঘেঁষে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে ।

দীঘা, মন্দারমনির পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে সাগরেও। নিম্নচাপ সংক্রান্ত সর্তকতা জারি করে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবি ও সোম এই দুইদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টি ও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে। প্রশাসনের তরফ থেকে উপকূলবর্তী এলাকার মানুষদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে লাল সতর্কতা জারি করা হয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর