আগামী দশ দিনেই বাংলায় বর্ষা, আজ হতে পারে স্বস্তির বৃষ্টিঃ আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল তীব্র দাবদাহ যথেষ্ট অস্বস্তিতে ফেলেছিল রাজ্যবাসীকে। বিকেলের দিকে হালকা বৃষ্টি হলেও তাপপ্রবাহ সেভাবে কমেনি। আপাতত তাই বর্ষার আগমনের জন্যই দিন গুনছে বাঙালি। আবহাওয়াবিদদের অনুমান অনুযায়ী, ১১ জুন নাগাদ উত্তর বঙ্গোপসাগরের সৃষ্টি হতে পারে ফের একটি নিম্নচাপ। হাওয়া অফিস জানাচ্ছে, এই নিম্নচাপের হাত ধরেই বর্ষা প্রবেশ করবে বাংলা, ওড়িশা, ছত্রিশগড় ও বিহারে। ইতিমধ্যেই কেরলে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। যার জেরে শুরু হয়েছে মাঝারি বৃষ্টিপাত। তবে এখনই বঙ্গবাসীর পক্ষে বর্ষার স্বাদ পাওয়া কঠিন। আবহাওয়াবিদদের মতে, বর্ষা আসতে আসতে প্রায় চলতি মাসের মাঝপর্ব পেরিয়ে যেতে পারে।

আবহাওয়ার খবরঃ

সর্বোচ্চ তাপমাত্রা37°
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা64%
বাতাস11 km/h
মেঘে ঢাকা21%

 

আজকের আবহাওয়াঃ

আজকের আবহাওয়া কলকাতা ও দক্ষিণ বঙ্গের জেলা গুলির ক্ষেত্রে মূলত শুষ্কই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ বৃষ্টি হবার সম্ভাবনা তেমন নেই। তবে তাপমাত্রার দাবদাহ বর্তমান থাকলেও বিকেলের দিকে আকাশে আংশিক মেঘের দেখা দিতে পারে। মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে। বাতাসে আপেক্ষিক আদ্রতা প্রায় ৬৪% এর আশেপাশে হওয়ায় গরমের পরিমাণ আরো বাড়বে।

আগামীকালের আবহাওয়াঃ

আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান অনুযায়ী আগামী কাল তাপমাত্রা তেমন কোন পরিবর্তন হবে না। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ প্রায় ৬৩ শতাংশ। যার জেরে বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী চার পাঁচ দিনে তাপমাত্রা পরিবর্তনের তেমন সুযোগ নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়াঃ

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে মোটামুটি শুকনো আকাশ বজায় থাকলেও উত্তর ২৪ পরগনার বেশ কিছু অংশে বিকেলের দিকে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশকিছু জেলায় রয়েছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং , জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর