আজ থেকে আবারও নামবে তাপমাত্রার পারদ! ঠান্ডায় কাঁপবে গোটা রাজ্যই, আবহাওয়ার খবর এক নজরে

বাংলাহান্ট ডেস্ক : আকাশ কখনও মেঘলা, কখনও বা আবার পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া। আংশিক মেঘলা আকাশের জেরে গতকাল রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পায়। তবে দিনের তাপমাত্রা নিম্নমুখীই। তাই রাজ্যজুড়ে বজায় রয়েছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সুত্রে খবর আজ মঙ্গলবার থেকে আরও একবার পারদ পতনের হতে পারে গোটা রাজ্যজুড়েই।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.৪°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৫৯%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭২%

আজকের আবহাওয়া : কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ডিগ্রি এবং ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

গত কয়েকদিন ধরে কলকাতায় তাপমাত্রার পারদ বেশ খানিকটা ঊর্ধ্বমুখী।এর আগে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গত শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। তা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ছিল।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের সমতলে আগামী পাঁচদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। এর ফলে শীত বাড়বে পাহাড়ের জেলাগুলিতে। সিকিম সংলগ্ন উঁচু এলাকায় সামান্য তুষারপাত হতে পারে।

দক্ষিণবঙ্গে আগামী পাঁচদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আজ মঙ্গলবার থেকেই রাজ্যে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামিকালের তাপমাত্রা সোমবারের চেয়ে আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে।

আগামীকালের আবহাওয়া : আগামী পাঁচদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা ও শিশির পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর