বঙ্গোপসাগরে আবারও এক ঘূর্ণাবর্ত! কতটা প্রভাব ফেলবে বাংলায়?

বাংলাহান্ট ডেস্ক : সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়া পরিষ্কার। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস উত্তরবঙ্গের দু-একটি জায়গায় বাদ দিলে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সকালের দিকে শীতের অনুভূব হলেও আপাতত শীত আসতে দেরি বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.৯°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১.৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৬৫%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৪%

আজকের আবহাওয়া : কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে রাকে ৩১ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ২৮ অক্টোবর অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ অক্টোবর শনিবার সকালের মধ্যে দার্জিলিং এবং আলিপুরদুয়ারের দু-একটি জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলির দিন কিংবা রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৮ অক্টোবর শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। দিন কিংবা রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।

আগামীকালের আবহাওয়া : দেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে দক্ষিণের রাজ্যগুলি অক্টোবর থেকে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর সম্মুখী হয়। এবার তাই শুরু হতে যাচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে ২৯ অক্টোবরের আশপাশের সময়ে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষা শুরু হতে যাচ্ছে। এর প্রভাব বঙ্গেও কিছুটা পড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর