রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির মাঝে জেনে নিন কেমন থাকছে আগামীকালের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার বাংলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পর আগামীকালের আবহাওয়া (weather tomorrow) রিপোর্ট থেকে জানা যাচ্ছে, সামান্য পরিমাণে রয়েছে বৃষ্টির আভাস। মঙ্গলবার হালকা মেঘ, তো কখনও আবার রোদের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। তবে বুধবার বাংলার বিভিন্ন এলাকায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।

মৌসুমি অক্ষরেখার অবস্থানের কারণে বাংলার উত্তরে চলছে বৃষ্টির আমেজ। সপ্তাহ জুড়েই রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। তবে দক্ষিণে মাঝে মধ্যে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিললেও, ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই মিলছে না।

summer120160512180457

আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আগামীকাল সকালের দিকে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে রাতের দিকে রয়েছে বজ্র বিদ্যুতসহ বৃষ্টির পূর্বাভাস।

সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ২২ মিনিটে সূর্যোদয় হয়ে বিকাল ৫ টা বেজে ৪৬ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।

চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
রাত ১০ টা বেজে ১৭ মিনিটে চন্দ্রোদয় হয়ে পররে দিন সকাল ১১ টা বেজে ৫৮ মিনিট অবধি থাকছে।

rain kol55 1593941626

ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ১৫-১৩ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। তবে বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা বাংলা জুড়েই বিক্ষিপ্তভাবে। তারই মাঝে বইবে আবার দমকা হাওয়াও।

সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৬১% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।

বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৪১% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর