মেঘলা আকাশ, গুমোট গরম, হাঁসফাঁস অবস্থা থেকে কবে মুক্তি দক্ষিণবঙ্গের? কি জানালো আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্ক : উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলা ছাড়া আপাতত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে (South Bengal) ভারী বৃষ্টি ঠিক কবে হতে পারে, তা নিয়েও কোনও আশ্বাস দিতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা পশ্চিমে অমৃতসর থেকে শুরু করে, বাংলার বাঁকুড়া, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সামনের কয়েকটা দিনে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বৃষ্টি পাতের পূর্বাভাস না থাকলেও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.২° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৬.৪° সেলসিয়াস
আর্দ্রতা : ৯১%
বাতাস :  ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯৩%

আজকের আবহাওয়া : কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানা যাচ্ছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : ৩ অগাস্ট বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহুর্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সব কটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-লহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির হবে বলে জানিয়েছে মৌসম ভবন। হতে পারে। আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তাপমাত্রা পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আগামীকালের আবহাওয়া : উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী ৪৮ ঘন্টায়। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর