হু হু করে চড়ছে পারদ, কবে হবে বৃষ্টি? আশার খবর দিল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই হুহু করে চড়ছে পারদ। রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তিও। জ্যৈষ্ঠের গরমে গলদঘর্ম শহরবাসীকে আশার কথা শোনাল আবহাওয়া (weather) দপ্তর। আগামী সপ্তাহের শুরুতেই টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণ এর জেলাগুলি, এমনটাই জানাল আবহাওয়া দপ্তর । আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে বর্ষা ঢুকবে উত্তরবঙ্গে। ফলে তাপমাত্রা নেমে আসবে অনেকটাই। আজ কলকাতা আকাশ আংশিক মেঘলা। বিকেলে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প উপস্তিতির কারনে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

weather lu

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে শুরু করে দিয়েছে কেরলে। স্ট্রং সাউদার্লিতে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। যার জেরেই বর্ষার আগমনী সংকেত পাচ্ছে আবহাওয়াবিদরা। তামিলনাড়ু, পন্ডিচেরির বেশ কিছু এলাকায় শুরু হয়ে গেছে বৃষ্টি। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবার বাংলার দিকে।

weather 09 1494332287 28 1503886211

গতকাল শহরের তাপমাত্রা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। আজ সর্বোচ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকেব ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালে রোদের তাপ বিরাজ করলেও, বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টির আভাস দিল হাওয়া অফিস।

আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন যে, এবছর গরম বাড়বে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাবে কিছু কিছু অঞ্চলে। আবার কিছু কিছু জায়গায় ১ ডিগ্রির থেকেও বেশি বৃদ্ধি পাবে। তবে তাপমাত্রার পারদ ওঠা নামা করবে। যার দরুণ তাপমাত্রা বাড়বে , আবার কমবেও। একটানা বেশি গরম পড়বে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এই বিষয়টাও কিছু প্রকাশ পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পেলে, আবার ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে।

সম্পর্কিত খবর