শীতের স্লগওভারে কাঁপছে রাজ্য, ৯ বছরের রেকর্ড ঠান্ডা শহরে: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক :  কনকনে ঠান্ডায় জবুথবু গোটা রাজ্য। উত্তুরে হাওয়ার দাপটে তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নীচেই। কিন্তু এই অবস্থাতেও দুই জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বাকি জেলাগুলিতে আগামী ২ দিন শীতের দাপট চলবে বলেই সেই পূর্বাভাসে জানানো হয়েছে। বুধবার থেকে রাজ্যজুড়ে আবারও প্রায় ৩-৫° বাড়বে তাপমাত্রা।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২৫° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৪° সেলসিয়াস
আদ্রতা : ৯৬%
বাতাস : ৯.৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭১%

আজকের আবহাওয়া
শেষবেলায় রাজ্যে জমিয়ে বসেছে শীত। বাড়ছে উত্তরে হাওয়ার দাপট। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫° সেলসিয়াস, এবং সর্ব নিম্ন তাপমাত্রা থাকবে ১৪° সেলসিয়াস। আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯৬%। সকালের দিকে ধোঁয়াশা থাকলেও সারা দিন রৌদ্রজ্বলই থাকবে শহর।  রবিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৭° সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩° কম। এখন পর্যন্ত এটাই রেকর্ড পারদ পতন ২০১৩ সালের পর।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামীকাল মঙ্গলবার সকালের মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। এই দুই জেলায় বৃষ্টি হলেও শুকনোই থাকবে পাহাড়ের  অন্যান্য জেলা গুলি। আজ রাতের তাপমাত্রার তেমন হেরফের না হলেও আগামী ৪ দিন বেশ অনেকটাই বাড়তে পারে তাপমাত্রা। হিমালয় সংলগ্ন জেলা গুলিতে সকালে মাঝারি থেকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।
আগামী বেশ কয়েকদিন পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। আগামী ৪ দিন দক্ষিণবঙ্গেও একই থাকবে তাপমাত্রা। তারপর থেকে ৩-৫° বাড়বে তা। গাঙ্গেয় দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোথাও কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫° সেলসিয়াস।কোনোরকম বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। হালকা কুয়াশা থাকবে সকালে।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর