বড় খবর : কিছুক্ষণের এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়ার খবর : কিছুক্ষণের মধ্যেই ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলার কয়েকটি জেলা। পাশাপাশি, শহর কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনার কথাও জানাল আবহাওয়া দপ্তর। জেনে নিন কোথায় কোথায় বৃষ্টি হবে।

rain kolkata 1
Rain in kolkata

উত্তরের ৮ জেলায় নতুন করে জারি হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টি বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ।

rain1 2
আগামীকালের আবহাওয়া/ weather tomorrow

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে হালকা মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে। তবে বেশ কয়েকটি এলাকায় বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, মূলত সারাটা দিন আবছা রোদই বিরাজ করবে শহরের বেশিরভাগ অঞ্চলে। তবে বাড়ছে আদ্রতার পরিমাণও।

rain 11
Rain in kolkata

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধার ফলে শক্তি বাড়িয়ে মধ্য ভারতের দিকে গেলেও গাঙ্গেয় বঙ্গ এবং ওড়িশায় ঘটাবে প্রবল বৃষ্টিপাত। যার ফলে সপ্তাহান্তে বাংলার দক্ষিণবঙ্গে আবারও হতে পারে প্রচুর বৃষ্টিপাত, এমনটা জানাচ্ছে আবহাওয়াবিদরা। রবিবার এবং সোমবার থেকে বাংলায় আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

Rain 1 5
Bengal weather update

উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি পঞ্জাব এবং উত্তর প্রদেশে রয়েছে বৃষ্টির আশঙ্কা। আবার আবহাওয়াবিদরা জানাচ্ছে, কেরল, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে আর কিছুক্ষণের মধ্যে ভারী বৃষ্টিপাত আসন্ন। সেই কারণে জারী করা হয়েছে রেড অ্যালার্ট।

সম্পর্কিত খবর