সাগরে ফের ফুঁসছে ঘূর্ণিঝড়, তাণ্ডব চলবে ১২০ কিমি বেগে, চরম সতর্কবার্তা আবহাওয়া দফতরের

বাংলা হান্ট ডেস্ক : একে তো রেকর্ড শীত (Winter) তার উপর অকাল বৃষ্টির দাপট__সবে মিলিয়ে বেশ ভালোই নাজেহাল বঙ্গবাসী। বাংলা সহ গোটা ভারতেই এখন নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। শীত-বৃষ্টির এই যুগলবন্দীতে সবচেয়ে কষ্টে রয়েছে গৃহহীন মানুষগুলি। স্টেশনের শেড, ফুটপাত, স্কুল চত্বরে যে মানুষগুলির বসবাস, তাদের অবস্থা সত্যিই শোচনীয়।

এদিকে বিগত কয়েকদিন ধরেই মেঘাচ্ছন্ন বাংলার আকাশ। ভারতে (India) অন্যান্য রাজ্যেও সুয্যিমামার দেখা নেই। বেশ কিছু জায়গায় তো আবার বৃষ্টিও শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে পরস্থিতি খানিকটা উন্নত হওয়ার কথা থাকলেও তেমনটা হয়নি। খেলায় গোলকিপারের মত জাপটে ধরেছে শীত। এসবের মাঝেই বড়সড় সাইক্লোনের (Cyclone) সতর্কতা করা হল দেশে।

হাওয়া অফিসের খবর, উপকূলকে লক্ষ্য করে ১২০ কিমি প্রতি ঘণ্টা বেগে ধেয়ে আসছে একটি নয়া ঘূর্ণিঝড়। যার নাম দেওয়া হয়েছে ‘কিরিলি’ (Tropical Cyclone Kirrily)। যার প্রভাবে ফের একবার বদলাতে পারে আবহাওয়ার ধরনধারন। আবহাওয়াবিদদের আশঙ্কা, এই ঘূর্ণিঝড়টির প্রভাবে বিপুল পরিমাণে বৃষ্টি হতে পারে। সেই সাথে ভালো রকম ক্ষয়ক্ষতিরও আশঙ্কা করছে বিশারদরা।

আরও পড়ুন : বাংলায় আসছে বিগবস সিজন থ্রী! ঘরে মদন, বৈশাখি রোদ্দুর? ফাঁস হল চমকে দেওয়ার মত তালিকা

যদিও ভারতীয়দের জন্য এটি খুব একটা মাথা ব্যাথার কারণ হবেনা। কারণ ঘূর্ণিঝড় কিরিলি মূলত অস্ট্রেলিয়ার দিকে ধেয়ে যাচ্ছে। টাউনসভিলের কাছে কুইন্সল্যান্ড উপকূল অতিক্রম করার সাথে সাথেই বিপদগ্রস্ত বাসিন্দাদের উদ্ধারে প্রতিরক্ষা বিমান সহায়তা প্রস্তুত রাখা হয়েছে। প্রতি ঘন্টায় ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে দেশটিতে। আপাতত টাউনসভিল থেকে ১৫৫ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে রয়েছে এই ঘূর্ণিঝড়টি।

আরও পড়ুন : ’১১ দিন উপবাসের পর মানুষ বেঁচে থাকেনা’, মোদীর ব্রত নিয়ে চরম সন্দেহ প্রকাশ কংগ্রেস নেতার

maxresdefault (9)

সূত্রের খবর, ক্রমাগত শক্তিশালী হচ্ছে এই ঘূর্ণিঝড় কিরিলি। যে কারণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ায়। সেই সাথে উঠতে পারে ভারি ঝড়। হাওয়ার গতিবেগ থাকবে প্রায় ১২০ কিমি প্রতি ঘন্টা। পাশাপাশি এই ঝড়ের গাস্টিং হতে পারে ১৬৫ কিমি প্রতি ঘণ্টা৷ ওদিকে ইনিসফেল ও সারিনার মধ্যবর্তী মূল ভূখণ্ডে ঘন্টায় প্রায় ১৪০ কিমি বেগে বাতাস বইতে শুরু করায় বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছিল একাধিক স্কুল।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর