জলবায়ু বদলে বাড়ছে বজ্রপাত, মানুষের প্রাণ বাঁচাবে এই অ্যাপ; মত আবহাওয়া বিশেষজ্ঞদের

বাংলাহান্ট ডেস্কঃ ক্রমেই পরিবর্তন হচ্ছে জলবায়ুর (climate change) । যার জেরে বেড়ে চলেছে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়। ইতিমধ্যেই গত কয়েক মাসে ঝড়, ভূমিকম্প, বন্যা ও দাবানলে দেশের কয়েক লক্ষ মানুষ প্রভাবিত। এবার চিন্তা বাড়াচ্ছে বজ্রপাতও।

images 2020 07 17T185827.022

জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বজ্রপাত স্বাভাবিক হলেও এবছর বিহার সহ বেশ কিছু অঞ্চলে অত্যাধিক বজ্রপাত দেখা গিয়েছে। শনিবার দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সাথে বজ্রপাত হয়েছে। যার জন্য বিহারে ২৯ জন এবং উত্তরপ্রদেশে ২১ জন মারা গিয়েছেন। সব মিলিয়ে শুধু মাত্র বিহারেই মৃতের সংখ্যা ২১৫। এই পরিস্থিতির জন্য অবশ্য আবহাওয়ার পরিবর্তনকেই দায়ী করেছেন বিজ্ঞানীরা। পরবর্তী কালে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলেও জানাচ্ছেন তারা।

images 2020 07 17T190130.715

বজ্রপাতে মৃত্যু ঠেকাতে সম্প্রতি লঞ্চ করা হয়েছে নতুন অ্যাপ ‘দামিনী’। বজ্রপাত শুরু হওয়ার আধ ঘন্টা আগে ব্যাবহারকারীকে নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করবে এই অ্যাপ, বলে জানিয়েছেন বিশেষজ্ঞ মহল।

images 2020 07 17T190124.208

প্লেস্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য জানাতে হবে। যেমন নাম, ফোন নম্বর, এলাকা ইত্যাদি। তারপরই ব্যাবহারকারী যে এলাকায় থাকবে সেই এলাকায় বজ্রপাতের পূর্বাভাস থাকলে না জানিয়ে দেবে অ্যাপটি।

new 50
বাংলার আবহাওয়া/weather of west bengal

এই মুহুর্তে দেশে যে হারে জলবায়ুর পরিবর্তনের কারনে যে হারে বজ্রপাত বাড়ছে, তাতে এই অ্যাপটি যথাযথ ভাবে কাজ করলে তা অনেক মানুষের প্রাণ বাঁচাতে সক্ষম হবে।

সম্পর্কিত খবর