বাংলার বেশকিছু জেলায় হতে পারে বজ্র বিদ্যুতসহ বৃষ্টিপাত, জানিয়ে দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ আমফান পরবর্তী বাংলায় আবহাওয়ার (Weather) পরিবর্তন ঘটাতে এবার আসছে ঝড় বৃষ্টির প্রকোপ। একে করোনা, তার উপর ঘূর্ণিঝড়, পুরো বিধ্বস্ত হয়ে রয়েছে বাংলা। শহরের কখনও প্রবল সূর্যের তেজ, তো আবার কখনও দমকা বাতাসের ঠাণ্ডা হাওয়া বইছে। আবার নাকি বইতে পারে ‘লু’ও। দেখে নিন কি বলছে আবহাওয়া দফতর (Weather office)।

হতে পারে প্রবল ঝড় বৃষ্টি
পূবালী ও দক্ষিণী হওয়ার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে ফলে নতুন করে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে, আগামী ৩-৪ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গের ৫ জেলায়। হালকা বৃষ্টিতে ভিজবে শহর কলকাতাও। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ৫টি জেলা এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বর্তমান। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

raingauhatiplays 1587449787 630x420 1

শহরের তাপমাত্রা
আজ কলকাতা (Kolkata) শহরে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। তবে তাপমাত্রার খুব একটা হেরফের আজ লক্ষ্য করা যাবে না। আজ সর্বচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের শুরুতে মেঘলা আকাশ দেখা গেলেও, ধীরে ধীরে মেঘলা আকাশ আরও প্রকট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বইতে পারে দমকা বাতাসও।

unnamed 43

বইতে পারে ‘লু’ও
আবার, আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন যে, এবছর গরম বাড়বে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাবে কিছু কিছু অঞ্চলে। আবার কিছু কিছু জায়গায় ১ ডিগ্রির থেকেও বেশি বৃদ্ধি পাবে। তবে বর্তমান সময়ে জানা যাচ্ছে বইতে পারে ‘লু’ও। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ (IMD) অনুযায়ী, উত্তর ভারতের অনেক এলাকায় ২৫-২৬ মে, এই দুটো দিন লু-এর প্রকোপ নিজের চরম সীমায় থাকবে।

মৌসম ভবনের পক্ষ থেকে বৃষ্টির পূর্ভাবাস
মৌসম ভবন জানিয়েছে, এবারে বর্ষা ঢুকবে সঠিক সময়ে। দক্ষিণ -পশিম মৌসুমী বায়ুর প্রভাবে এবছর বর্ষা জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বর্ষার আগমন ঘটবে। স্বাভাবিক সময়েই হবে এই বৃষ্টি। এতে করে কৃষি কাজেও খুব একটা সমস্যা সৃষ্টি হবে না। কৃষকদের জন্যও এল সুখবর। এর পাশাপাশি জুনের প্রথমেই কেরালায় বর্ষা প্রবেশ করবে। এবং তারপর তা পানজিম, পুনে ও মুম্বই হয়ে রাজধানীতে প্রবেশ করবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর