কিছুক্ষণের মধ্যেই বাংলার বেশ কিছু জেলায় হবে ভারী বৃষ্টিঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ উত্তরবঙ্গের আবহাওয়া (Weather) ধীরে ধীরে শান্ত হতে চলেছে। কমছে বৃষ্টির পরিমাণ। বিক্ষিপ্ত অঞ্চলে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি গোটা উত্তরবঙ্গে এবার কমবে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও, দক্ষিণবঙ্গে সেভাবে এখনও দেখা মেলেনি বৃষ্টির। বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় বৃষ্টি হলেও, ভারী বৃষ্টির মুখোমুখি এখনও হয়নি বাংলা (West bengal)।

rain 10

শহরের তাপমাত্রা
বুধবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরে গভীর কালো মেঘের ফাঁকা দিয়ে ঝলমলে রোদ উঁকি দিচ্ছে। কখনও রোদের ছটা, কখনও আবার কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশ। সেই সঙ্গে রয়েছে আদ্রতা জনিত অস্বস্তিও। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলার বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আভাষ দিচ্ছে আবহাওয়া দফতর।

Capture 47

উত্তরবঙ্গকে পাশ কাটিয়ে এবার বাংলার দিকে ধেয়ে আসছে ঘোর বর্ষা। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে কোন ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আভাষ না থাকলেও, কিছু সময়ের মধ্যে বেশ কিছু জেলায় হতে পারে প্রবল বৃষ্টিপাত।

rainfall 5

বৃষ্টি আশঙ্কিত এলাকা
কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কিছু সময়ের মধ্যে দক্ষিণের বেশ কয়েকটি জেলা আলিপুরদুয়ার ও কোচবিহার, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে রয়েছে আগাম বৃষ্টির সতর্কতা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর