বাংলার পশ্চিমের জেলাগুলিতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ রবিবার সকাল থেকেই বাংলার (West bengal) দক্ষিণের আকাশে সোনালী মেঘের উপস্থিতি দেখা গেলেও, উত্তরের আবহাওয়া (Weather) ঠিক তাঁর উল্টো। দক্ষিণে বৃষ্টির দেখা সেভাবে না মিললেও, উত্তরে আবারও বাড়বে বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।

monsoonIE1200

বৃষ্টির কারণ
বৃষ্টি সম্বলিত মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ দক্ষিণে সরে গিয়ে বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরে বর্তমানে অবস্থান করছে। যার ফলে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এক ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির আশঙ্কা।

rain66 1592038474

শহরের তাপমাত্রা
রবিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরে রোদের ছটা দেখা যাচ্ছে। সেইসঙ্গে বাতাসে আদ্রতার ভাগও রয়েছে বেশি পরিমাণে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকে ঝলমলে রোদ বিরাজ করলেও, আজ বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে রয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা। তবে বেশিরভাগ সময়টাই মেঘলা আকাশ বিরাজ করবে।

Rain 1903050721

কোথায় কোথায় বৃষ্টি হবে?
রবিবার থেকে উত্তরে আবারও বাড়বে বৃষ্টির পরিমাণ। সেইসঙ্গে রবিবার এবং সোমবার নাগাদ কোচবিহার ও আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি অঞ্চল যেমন, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর